দার্জিলিং-পুরি কোন ট্রেনের টিকিট নেই! হতাশ নয়, মিলবে এই উপায়ে

নিজস্ব প্রতিবেদন : ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন বিভিন্ন কাজে। কাজ ছাড়াও ঘুরতে যাওয়া, চিকিৎসা করাতে যাওয়া ইত্যাদির জন্যও এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়। আর এই যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ কেবলমাত্র রেল পরিষেবার উপরই নির্ভর করে থাকেন। যে কারণে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন, ভারতীয় রেল হয়ে উঠেছে বিশ্বের চতুর্থ রেল নেটওয়ার্ক।

এখন যদি ঘুরতে যাওয়ার প্রসঙ্গে আসা যায় তাহলে দেখা যাবে ইতিমধ্যেই পুজোর ছুটি এবং বড়দিনের ছুটির জন্য দার্জিলিং (Darjeeling) এবং পুরীর (Puri) কোন ট্রেনে টিকিট নেই। মাঝে কিছু দিনের জন্য নামমাত্র কয়েকটি টিকিট থাকলেও এই সকল ছুটির দিনগুলিতে ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক ওয়েটিং লিস্টে টিকিট বুকিং করে কনফার্ম হবে না এমনটাই স্বাভাবিক।

ট্রেনের টিকিটের এমন পরিস্থিতি দেখে বহু পর্যটকরাই এখন হতাশ হয়ে পড়ছেন। অনেকেই বাধ্য হয়ে প্ল্যান পরিবর্তন করছেন। তবে পরিস্থিতি এমন হলেও কিন্তু টিকিট মিলতে পারে ঠিক ওই ছুটির দিনগুলিতেই। অনেকেই ভাবতে পারেন আমরা হয়তো টিকিট পাওয়ার বিষয় নিয়ে তৎকালের কথা বলছি। কিন্তু তা নয়, কারণ এমন পরিস্থিতিতে তৎকালের টিকিট পাওয়াও প্রায় অসম্ভব। তাহলে উপায়!

দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া পুরি সুপারফাস্ট এক্সপ্রেস সমস্ত ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে চলে গেলেও যদি পর্যটকরা কিছুটা ধৈর্য ধরেন তাহলেই টিকিট মিলতে পারে। ধৈর্য ধরে বসে থাকলে সঠিক সময়ে টিকিট পাওয়া যেতে পারে এবং নিজেদের প্ল্যান মত ঘোরা যেতে পারে। তবে এর জন্য অবশ্যই রেলের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে।

লক্ষ্য করলে দেখা যাবে প্রতিবছর দুর্গা পুজোর ছুটি এবং বড়দিনের সময় ৩-৪ দিন প্রতিটি ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে আগে থেকেই চলে যায়। তবে ভারতীয় রেল এমন পরিস্থিতি দেখে প্রতিবছরই স্পেশাল ট্রেন চালিয়ে থাকে। সেই মোতাবেক এই বছরও যেভাবে ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে চলে গিয়েছে তাতে আশা করা হচ্ছে রেলের তরফ থেকে এই সকল রুটে টানা ছুটির ওই দিনগুলিতে স্পেশাল ট্রেন চালানো হবে। রেলের এই সিদ্ধান্তের ওপর পর্যটকদের প্রতিনিয়ত নজর রাখতে হবে। যখনই স্পেশাল ট্রেনের ঘোষণা হবে তখনই দেরি না করে সঙ্গে সঙ্গে টিকিট বুকিং করে নিতে হবে।