নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্টফোন। হাতে হাতে স্মার্টফোনের পাশাপাশি বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। তবে আবার বর্তমানে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী মোবাইল ইন্টারনেটের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে আবার একটি সমস্যা হল, লক্ষ্য করা যায় অনেক সময় ওয়াইফাই সিগন্যালের স্ট্রেনথ ঠিকঠাক পাওয়া যায় না। এমন সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা অধিকাংশ সময় রাউটারের দোষ দিয়ে থাকি। তবে ৮টি পদ্ধতি অবলম্বন করলে সহজেই ওয়াই-ফাই সিগন্যাল মজবুত করা যেতে পারে।
১) ওয়াইফাই সিগন্যাল ভালোভাবে পাওয়ার জন্য সর্বপ্রথম যা করতে হবে তা হল, নিজের স্মার্টফোন দিনে অন্ততপক্ষে একবার রিস্টার্ট অর্থাৎ অফ করে অন করে নিতে হবে।
২) একইভাবে ওয়াইফাই রাউটার দিনে একবার রিস্টার্ট করতে হবে। রাউটার আনপ্লাগ করে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
৩) যেখানে বসে সবচেয়ে বেশি সময় কাজ করেন সেই জায়গার কাছাকাছি রাউটার রাখতে হবে। পাশাপাশি ওই জায়গায় থাকা অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম অন্যত্র সরিয়ে রাখতে হবে।
৪) কখনো সিগন্যাল ঠিকঠাক পাওয়া না গেলে নিজের স্মার্টফোনে থেকে ওয়াইফাই নেটওয়ার্ক রিমুভ করে পুনরায় কানেক্ট করতে হবে।
৫) ফোনে থাকা মোটা কভার ওয়াইফাই সিগন্যাল মজবুত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। যে কারণে মোটা কভার থাকলে তা সরিয়ে পাতলা কভার লাগাতে হবে।
৬) ওয়াইফাই সিঙ্গার নিয়ে বড় সমস্যা হলে ফোনের সেটিংস রিসেট করতে হবে। এক্ষেত্রে ফোনের প্রয়োজনীয় ডেটা হারিয়ে যেতে পারে। সেই জন্য রিসেট করার আগে সমস্ত কিছু ব্যাকআপ রাখা প্রয়োজন।
৭) রাউটার নিয়ে সমস্যা হলে রাউটারের গ্রাহক সেবা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ফার্মওয়্যার আপডেট চেক করে নিতে হবে।
৮) রাউটার ব্র্যান্ড সঠিক সিগন্যাল দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সঠিক পরিষেবা পাওয়ার জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের রাউটার নেওয়া উচিত।