এবার হলুদ ট্যাক্সির জন্য থাকতেই হবে অ্যাপ! কী সেই অ্যাপ, কীভাবে করবেন বুকিং

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে ওলা (Ola), উবেরের (Uber) মত বিভিন্ন অ্যাপ সংস্থা নিজেদের ব্যবসার জাল আষ্টেপৃষ্ঠে ছড়িয়ে দিয়েছে। মূলত এই ধরনের অ্যাপ পরিষেবায় ভাড়ার গাড়ি পাওয়া একেবারেই সহজ হয়ে যাওয়ার ফলে এদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই ধরনের সংস্থার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে বসে বসে একপ্রকার মার খেতে হচ্ছিল কলকাতা, হাওড়ার মতো এলাকার হলুদ ট্যাক্সিদের (Yellow Taxi)। হলুদ ট্যাক্সি মালিক এবং চালকদের এমন পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবার ওলা, উবেরের মত একই ধরনের অ্যাপ লঞ্চ করল। এবার ঐ সকল সংস্থার মতোই অ্যাপ ব্যবহার করে হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে।

Advertisements

হলুদ ট্যাক্সি বুকিং করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে তার নাম হলো যাত্রী সাথী (Yatri Sathi – Cab Booking App)। এবার হলুদ ট্যাক্সি বুকিং করার জন্য এই অ্যাপ যাত্রীদের নিজেদের স্মার্টফোনে ইন্সটল করে রাখতে হবে। ফোনে ইনস্টল এবং রেজিস্ট্রেশন থাকা অ্যাপ থেকে সহজেই যাত্রীরা তাদের প্রয়োজনে হলুদ ট্যাক্সি বুকিং করতে পারবেন।

Advertisements

নতুন এই অ্যাপের ব্যবহার : হলুদ ট্যাক্সি বুকিং করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন এই অ্যাপ ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোরে Yatri Sathi সার্চ করতে হবে। সার্চ করার পর Yatri Sathi – Cab Booking App নামে যে অ্যাপটি দেখা যাবে সেটি ইনস্টল করতে হবে। ভুল অ্যাপ যাতে ইনস্টল না করা হয় তার জন্য অ্যাপের নিচে Dept of IT&E, Govt of WB লেখা আছে কিনা দেখে নিন।

Advertisements

একটি ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে মোবাইল নম্বর চাওয়া হবে। নিজের কাছে সক্রিয় থাকা যেকোনো একটি মোবাইল নম্বর দিলেই সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে। পরবর্তী পর্যায়ে আপনার নাম চাওয়া হবে। এরপরই আপনি Yatri Sathi – Cab Booking App অ্যাপ থেকে হলুদ ট্যাক্সি বুকিং করতে পারবেন।

আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই লোকেশন জিপিএস মারফত নিজে থেকেই অ্যাপ বুঝে নেবে। এখন আপনি যেখানে যেতে চান সেই ঠিকানা দেওয়ার জন্য Where to? লেখাই ক্লিক করতে হবে। তারপর আপনি যেতে চান সেই ঠিকানা দিয়ে দিন। ঠিকানা দিলে বুকিং এর আগে আপনার কাছে কনফার্ম করা নেওয়া হবে এবং তারপরই হলুদ ট্যাক্সি খোঁজা শুরু হয়ে যাবে।

ওলা, উবের অ্যাপের মতই আপনি ট্যাক্সি চালকের সঙ্গে অথবা ট্যাক্সি চালক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওলা, উবের অ্যাপের মতোই আপনার গন্তব্যে পৌঁছাতে কত টাকা খরচ করতে হবে অথবা কত সময় লাগবে তা জানিয়ে দেওয়া হবে। নতুন এই অ্যাপ পরিষেবা সাধারণ যাত্রীদের অনেক সুবিধা দেবে বলেই আশা করছে রাজ্য সরকার। তবে হঠাৎ এমন পরিবর্তন সাময়িকভাবে কিছু মানুষের কাছে অসুবিধার কারণও হয়ে দাঁড়াতে পারে।

Advertisements