প্রাপ্তবয়স্ক না হলেও তৈরি করা যায় PAN কার্ড, জানুন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ নথি রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্যান কার্ড। ব্যাংকিং যেকোনো লেনদেন করার জন্য এই প্যান কার্ডের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান নম্বর প্রয়োজন হয়।

Advertisements

তবে এই প্যান কার্ড নিয়ে অনেকের মধ্যে নানান ভুল ধারণা রয়েছে। যেমন অনেকেই ভেবে থাকেন প্যান কার্ড তাদেরই প্রয়োজন হয় যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের বেশি বয়স তাদের। তবে এই ধারণা ভুল। ১৮ বছর অর্থাৎ প্রাপ্তবয়স্করা ছাড়াও অপ্রাপ্তবয়স্করাও নিজেদের প্যানকার্ড তৈরি করাতে পারবেন এবং প্রয়োজনে কাজে লাগাতে পারেন।

Advertisements

ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই প্যান কার্ডের প্রয়োজন হয়ে থাকে। যেমন আইটি ফাইল করা, ব্যাঙ্ক ড্রাফ্ট নেওয়া, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলা ইত্যাদির ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন হয়। যে কারণে এই প্যান কার্ড তৈরি করিয়ে রাখা জরুরি।

Advertisements

প্রাপ্তবয়স্কদের মতোই অপ্রাপ্তবয়স্কদের প্যানকার্ড তৈরি করার জন্য সহজ কিছু নিয়ম পালন করতে হবে। প্রাপ্তবয়স্কদের মতো অপ্রাপ্তবয়স্কদের প্যান কার্ড তৈরি করানোর জন্য আবেদনকারীর জন্ম প্রমাণপত্র, ঠিকানার শংসাপত্র, আধার কার্ড নম্বর, আবেদনকারীর কালার এক কপি পাসপোর্ট ছবি এবং এর সঙ্গে লাগবে অভিভাবকের সই করা আবেদনপত্র।

অনলাইনে এইভাবে ছোটদের প্যান কার্ড পাওয়ার জন্য NSDL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html এ লগইন করতে হবে। এরপর পরবর্তী ধাপগুলি পরপর বেছে নিতে হবে এবং সমস্ত তথ্য ও ছবি আপলোড করে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে।

Advertisements