জনধন অ্যাকাউন্ট থাকলেই ১ লক্ষ টাকার সুবিধা, আরও কত কি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার আসার পর একাধিক ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়। সাধারণ মানুষদের মধ্যে সুযোগ সুবিধা বিলিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল জনধন যোজনা। এই প্রকল্প হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকল্প। এতে রয়েছে একগুচ্ছ সরকারি সুবিধা।

Advertisements

দেশের প্রতিটি মানুষের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই লক্ষ্য নিয়েই কেন্দ্র সরকার এই প্রকল্প শুরু করে। যে লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্প শুরু করা হয়েছিল ধীরে ধীরে সেই লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে কেন্দ্র। এই প্রকল্প উদ্বোধনের অষ্টম বর্ষপূর্তি পালিত হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৪৬.২৫ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই সকল অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ ১.৭৪ লক্ষ কোটি টাকা।

Advertisements

কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা যে বিপুলসংখ্যক মানুষ নিচ্ছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি এই প্রকল্প আসার আগে দেশের অজস্র মানুষ ছিলেন যাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এখন তারাও এই প্রকল্পের আওতায় ব্যাংক অ্যাকাউন্ট করেছেন। এই প্রকল্পের আওতায় ব্যাংক অ্যাকাউন্ট করানো ছাড়াও ছয়টি সুবিধা পাওয়া যায়।

Advertisements

এই সুবিধাগুলি হল টাকা ট্রান্সফার করা যায়, ওভারড্রাফ্ট সুবিধা, পেনশন এবং মাইক্রো ইন্স্যুরেন্স, ডিজিটাল পেমেন্ট, বিনামূল্যে Rupay ডেবিট কার্ড এবং অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুবিধা হল অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স। এই সুবিধার মাধ্যমে এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা ১ লক্ষ টাকার সুবিধা পেয়ে থাকেন।

সরকারি এই প্রকল্পের আওতায় খাতা খোলার জন্য নূন্যতম বয়স হতে হবে ১০ বছর। এর পাশাপাশি যে কোন সরকারি ব্যাংকে বা বেসরকারি ব্যাঙ্কে গিয়ে এই প্রকল্পের আওতায় খাতা খোলানো যেতে পারে। আবার কোন গ্রাহকের যদি কোন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটিকেও তারা চাইলে এই প্রকল্পের অধীনেআনতে পারেন। সব রকম সুবিধা থাকার পাশাপাশি এই প্রকল্পের আওতায় থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলির বড় সুবিধা হল, ন্যূনতম ব্যালেন্স রাখার ঝামেলা নেই।

Advertisements