নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণপরিবহন। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এই রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। রেল যেমন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেয়, ঠিক সেই রকমই আবার রেল বহু মানুষের রুজি রুটির মাধ্যমে হয়ে দাঁড়িয়েছে।
ভারতে যে সকল রেলস্টেশন (Railway Station) রয়েছে সেই সকল অধিকাংশ রেল স্টেশনেই দেখা যাবে চা স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং জিনিসপত্রের স্টল থাকে। এই সকল স্টলে বিপুল পরিমাণ বিক্রি বাটাও দেখা যায় বেশ কিছু রেলস্টেশনে। সেই মতো এই সকল স্টল রেল পরিষেবার দৌলতে বহু মানুষের রুজি রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হল, এই ধরনের স্টল করতে হলে কিভাবে আবেদন করতে হয়? ভাড়া কত লাগে?
রেল স্টেশনের স্টল করব বললেই আর হয়না। এর জন্য একাধিক নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনেই স্টল করতে হয়। নিয়মগুলির মধ্যে হল নির্দিষ্ট পদ্ধতিতে টেন্ডারে অংশগ্রহণ করে স্টল নিতে হয়। এই সকল tender মাঝে মধ্যেই ডেকে থাকে আইআরসিটিসি (IRCTC)। এর জন্য সবসময় আইআরসিটিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নজর রাখতে হবে। যখনই টেন্ডার ডাকা হবে তখন তাতে অংশগ্রহণ করতে হবে।
টেন্ডারে অংশগ্রহণ করে স্টল পাওয়ার অনুমতি পেলে রেল কর্তৃপক্ষকে আপনাকে দিতে হবে ফি। এই ফি বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফি হয় মূলত স্টেশনে দোকানের অবস্থান এবং আকারের উপর নির্ভর করে। তবে সূত্র মারফত যা জানা যায় তাতে ফির পরিমাণ ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক আবেদন করার পদ্ধতি।
যদি আইআরসিটিসি পোর্টালে এই ধরনের কোন টেন্ডার ডাকা হয় তাহলে ইচ্ছুক ব্যক্তিকে দরপত্র অনুযায়ী স্থানীয় জোনাল অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের প্ৰতিলিপি জমা দিতে হবে। এরপর রেল কর্তৃপক্ষ সেই সকল তথ্য যাচাই করবে এবং যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে সেই যোগ্যতা অনুযায়ী দরপত্র দেওয়া হবে এবং দরপত্র পেলে আপনি স্টেশনে দোকান খুলতে পারবেন। মূলত ৫ বছরের জন্য অনুমতি দেওয়া হয় দোকান খোলার।