PhonePe UPI পিন ভুলে গেছেন, রইলো রিসেট করার পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন যতই এগোচ্ছে ততই মানুষ ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন। ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ইউপিআই অ্যাপের ব্যবহার। কারণ এই সকল ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে রয়েছে ব্যাপক সুবিধা। এক ক্লিকে অনায়াসে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, শপিং এর পর পেমেন্ট করা অথবা অন্যান্য জায়গায় পেমেন্ট করার বিপুল সুবিধা রয়েছে।

Advertisements

ভারতে যে সকল ইউপিআই অ্যাপ জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল PhonePe. এই অ্যাপের মাধ্যমে দিনে দেশের কোটি কোটি মানুষ ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন করে থাকেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের ইউপিআই পিন ভুলে গিয়েছেন। সেক্ষেত্রে তাদের ইউপিআই পিন রিসেট করার জন্য ছোটাছুটি করতে হয়।

Advertisements

ইউপিআই পিন ভুলে গেলে কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। আপনি আপনার অ্যাপ থেকেই ইউপিআই পিন রিসেট করে নিতে পারবেন। ইউপিআই পিন রিসেট করার ব্যবস্থা রাখা হয়েছে এই সংস্থার তরফ থেকে তাদের নিজেদের অ্যাপের মধ্যেই। সেই সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যায়।

Advertisements

PhonePe ইউপিআই পিন রিসেট করার জন্য ব্যবহারকারীকে তার অ্যাপ খুলে স্ক্রিনের উপরে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে বেছে নিতে হবে পেমেন্ট ইন্সট্রুমেন্টস। পেমেন্ট ইন্সট্রুমেন্টসে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে ব্যাংকের পিন ভুলে গিয়েছেন সেই ব্যাংক বেছে নিতে হবে।

সেই ব্যাঙ্ক বেছে নেওয়া হলেই দেখা যাবে সেখানে ইউপিআই পিন রিসেট অপশন রয়েছে। সেই রিসেট বটনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে আপনি আপনার ব্যাংকের কার্ডের সমস্ত তথ্য দিয়ে পিন রিসেট করে নিতে পারবেন। এখান থেকেই আপনি পিন রিসেট করা ছাড়াও আপনার পিন পরিবর্তন করতে পারবেন। রিসেট অপশনের পাশেই পিন পরিবর্তন করার অপশন রয়েছে।

Advertisements