নিজস্ব প্রতিবেদন : ঘুরতে যেতে কে না ভালোবাসেন। ভ্রমণপিপাসুরা যে কারণে বছরের বিভিন্ন সময় বেরিয়ে পড়েন বাড়ি থেকে। ভ্রমণের এই সকল জায়গার মধ্যে অন্যতম এবং স্বপ্নের জায়গা হল গোয়া। তবে খরচের কথা মাথায় রেখে অনেকেই গোয়া যাওয়ার পরিকল্পনা মাথা থেকে উড়িয়ে দেন।
গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন রয়েছে আবার খরচের চিন্তা! খরচের চিন্তা করার ছেড়ে দিন আর নিশ্চিন্তে ঘুরে বেড়ান। কারণ গোয়াতেও এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা বিনামূল্যে থাকতে পারবেন এবং ঘুরে বেড়াতে পারবেন। দেশের ব্যয়বহুল পর্যটন কেন্দ্রের মধ্যে গোয়া অন্যতম হলেও এখানেও যে বিনামূল্যে থাকা অথবা ঘোরার সুযোগ রয়েছে তা অনেকের অজানা।
গোয়ায় সম্পূর্ণ বিনামূল্যে থাকা যায় পাপি চুলো নামে একটি হোস্টেলে। এই হোস্টেলে অবশ্য অতিথি হিসাবে আপনি থাকতে পারবেন না। বরং এখানে আপনি থাকতে পারেন স্বেচ্ছাসেবক হিসাবে। এই হোস্টেলের কর্মী সংখ্যা অনেক কম থাকার কারণে আপনি এখানে তাদের কাজে সহযোগিতা করে বিনামূল্যে থাকার সুযোগ পেতে পারেন। বারটেন্ডিং, রিসেপশন, হেল্প ডেস্ক, হাউসকিপিং এবং ট্যুর গাইডের কাজে সাহায্য করবে এমন লোক এই হোস্টেলের তরফ থেকে খোঁজা হয়ে থাকে সব সময়।
থাকার ক্ষেত্রে খরচ যোগানো সম্ভব হলেও যদি বাজেট কম হয় তাহলে বিনামূল্যে ভ্রমণ করার জায়গা খুঁজতে হবে গোয়ায়। এখানে সমুদ্র সৈকতে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ রয়েছে। উত্তরে আরামবোল সৈকত থেকে দক্ষিণে কানাকোনা সৈকত পর্যন্ত বিস্তৃত বালিয়াড়িটি যেন খেলার মাঠ। এখানেই বিনামূল্যে যে সকল কাজ করতে পারেন তা হল শীতল জলে সাঁতার কাটা, শঙ্খ সংগ্রহ করা ইত্যাদি।
এছাড়াও গোয়ায় গিয়ে স্বেচ্ছাসেবক হয়ে সম্পূর্ণ বিনামূল্যে ঘোরার সুযোগ তো থাকেই পাশাপাশি সামাজিক কাজে হাত দিয়ে আলাদা আনন্দও উপভোগ করা যেতে পারে। যেমন উত্তরের মরজিম ও মান্দ্রেম এবং দক্ষিণের আগোন্ডা ও গালগিবাগায় অলিভ রিডলি কচ্ছপের আবাসস্থল। এই সকল জায়গায় তাদের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদির কাজের জন্য স্থানীয় এনজিও সংস্থাগুলির সঙ্গে হাত মেলানো যেতে পারে।