Shortest Train Journey: চেপেই নামতে হবে, কিন্তু লাগবে ১২৫৫ টাকা! এই রেলপথ সম্পর্কে ৯০% মানুষ জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

How to travel on the shortest train journey in the country: ভারতীয় রেল ব্যবস্থা শিরা উপশিরার মতো ছড়িয়ে রয়েছে সমগ্র দেশে। ট্রেন যাত্রা যেমন সাশ্রয়ী তেমনই আরামদায়ক। ভারতীয় রেলে প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য যাতায়াত করার সুব্যবস্থা রয়েছে। অনেকে দীর্ঘ যাত্রার ট্রেন জার্নি পছন্দ করেন, আবার অনেকে তাতে বিরক্ত হয়ে যান। কিন্তু যদি আপনাকে ট্রেনে ওঠার সাথে সাথেই নেমে যেতে হতো তাহলে কেমন লাগতো? এরকমই একটি ছোট রেলরুট (Shortest Train Journey) সম্পর্কে জানা যাবে এই প্রতিবেদনটিতে। এই ছোট রেলরুটটি অবস্থিত মহারাষ্ট্র এ।

Advertisements

মহারাষ্ট্রের মানুষকে প্রতিদিনই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। দেশের সবথেকে ছোট রেলপথটি (Shortest Train Journey) চলে মহারাষ্ট্রের নাগপুর থেকে অজনি পর্যন্ত। শুনলে অবাক হয়ে যাবেন স্টেশন দুটির মধ্যে দূরত্ব মাত্র ৩ কিলোমিটার এবং যার জন্য ভাড়া গুনতে হয় মাত্র ১২৫৫ টাকা। আপনি বিভিন্ন ভ্রমণ ওয়েবসাইটগুলোতে গেলে জানতে পারবেন যে নাগপুর থেকে আজনি যেতে সময় লাগে মাত্র নয় মিনিট। বহু পর্যটক এই স্বল্প সময়ের যাত্রা থেকে উপভোগ করার জন্য এইখানে যেতে চান। এই যাত্রাপথে সাধারণ শ্রেণির টিকিট মাত্র ৬০ টাকা এবং স্লিপার ক্লাসের ভাড়া হলো ১৭৫ টাকা। AC-3 ক্লাসের ভাড়া ৫৫৫ টাকা এবং AC-2 ক্লাসের ভাড়া এই যাত্রাপথে ৭৬০ টাকা। আর আপনি যদি AC-1 ক্লাসের টিকিট কাটেন তাহলে ভাড়া গুনতে হবে ১২৫৫ টাকা।

Advertisements

আরেকটি বিষয় জানলে আপনারা সত্যিই অবাক হবেন যে, আজনি ষ্টেশন শুধুমাত্র ছোট রেলপথ (Shortest Train Journey) হিসেবেই পরিচিত নয় এতে কর্মরত সকল ব্যক্তি হলো মহিলা। আসলে এটি একটি মহিলা চালিত স্টেশন। এখানে মোতায়েন করা আছে মোট ২২ জন মহিলা কর্মী যার মধ্যে একজন স্টেশন মাস্টারও রয়েছেন। এছাড়া রয়েছে ৬ জন বাণিজ্যিক ক্লার্ক, ৪ জন টিকিট চেকার, ৪ জন পোর্টার বা কুলি, ৪ জন সাফাই কর্মী এবং ৩ জন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মী। শুধুমাত্র আজনি স্টেশনই নয়, মুম্বইয়ের মাটুঙ্গা এবং জয়পুরের গান্ধিনগর স্টেশনও মহিলা চালিত স্টেশন।

Advertisements

বেশিরভাগ ট্রেন কিন্তু এইখানে প্রায় ২ মিনিটের স্টপেজ দেয়। এই অজনি স্টেশনটি সাধারনত ব্যবহার করেন নাগপুর সেন্ট্রাল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমের বাসিন্দারা। দেশের সবথেকে ছোট রেলপথে (Shortest Train Journey) যাত্রা করতে গেলে আপনি আকাশপথ জলপথ এবং সড়কপথের সাহায্য নিতে পারেন। কারণ অজনি স্টেশনের নিকটতম বিমানবন্দর হল ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি নাগপুরকে বিভিন্ন জায়গার সাথে সংযুক্ত করেছে। নাগপুর শহরটি হল ভারতের সড়কপথের অন্যতম প্রধান জংশন। এমনকি NH7 এবং NH6 নাগপুরের মধ্য দিয়ে যায়। নাগপুর রেলওয়ে স্টেশন বিভিন্ন বড় বড় জায়গার সাথে সংযুক্ত রয়েছে।

এইখান থেকে চাইলে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমন করতে পারেন। দেশের সবথেকে ছোট রেলপথটি কিন্তু ভারতীয় রেল পর্যটকদের আনন্দ উপভোগ দেওয়ার জন্যই তৈরি করেছে। পর্যটকরা নাগপুরের যেকোনো ফ্লাইট ধরতে পারেন এবং তারপর ক্যাব ভাড়া করে শহরটি প্রদর্শন করতে পারেন। যারা সড়কপথে ঘুরতে চান তারা সাধারণ ডিলাক্স বাস ছাড়াও ভলভো বাসের সুবিধাও নিতে পারেন।

Advertisements