নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে কার্ড ছাড়া এটিএম কাউন্টার থেকে যাতে গ্রাহকরা টাকা তুলতে পারেন সেই ব্যবস্থা কার্যকর করতে। এই ব্যবস্থা কার্যকর করার মূলে রয়েছে প্রতারণার মতো ঘটনা ঠেকানো। কার্ড ছাড়া এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হলে কার্ডের তথ্য চুরি হওয়ার মতো ঘটনা এড়ানো যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এই ব্যবস্থা দেশের সর্বত্র চালু করার নির্দেশ দিলেও এই নিয়ম ইতিমধ্যেই চালু রয়েছে। সেক্ষেত্রে দিনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা তোলা যায় এবং মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা যায়। যদিও তিনি দেশের সর্বত্র এই পরিষেবা চালু হলে নিয়মে বেশকিছু বদল আসবে বলে জানা যাচ্ছে।
কার্ড ছাড়া এটিএম কাউন্টার থেকে টাকা তোলার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা জানায়নি। তবে যা জানা যাচ্ছে তাতে ইউপিআই ব্যবহার করেই এই পদ্ধতি কার্যকর করা হবে দেশের সর্বত্র। তবে পদ্ধতির ক্ষেত্রে দুটি ভাগ থাকতে পারে।
এই বিষয়ে প্রথম পদ্ধতির ক্ষেত্রে যা অনুমান করা হচ্ছে তা হল, এটিএম মেশিনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর একটি কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা হবে। সেই কিউআর কোড স্ক্যান করার পর গ্রাহকরা টাকা তোলার অনুমতি পাবেন।
অন্যদিকে দ্বিতীয় পদ্ধতি হিসাবে যা মনে করা হচ্ছে, তাতেও ইউপিআই থাকছেই। সেক্ষেত্রে এটিএম মেশিনে ইউপিআই আইডি লিখতে হবে এবং কত টাকা তুলতে চান তা লিখতে হবে। এরপর রিকুয়েস্ট যাবে আপনার যে ফোনে ইউপিআই অ্যাপ রয়েছে সেখানে। তারপর পাসওয়ার্ড দিয়ে অনুমতি দিলেই মিলবে নগদ।