Yusuf Pathan: ছোট ঘরে বাস, কষ্টে চলত সংসার, কেমন ইউসুফ পাঠানের ছোটবেলা! জানলে চোখের কোণে আসবে জল

Prosun Kanti Das

Published on:

Advertisements

How was the childhood of former cricketer Yusuf Pathan: ক্রিকেটের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় একজন খেলোয়াড় ইউসুফ পাঠান (Yusuf Pathan)। আজ তিনি সাফল্যের চূড়ায় থাকলেও তার ছোটবেলাটা এতটা সুখের ছিল না। অভাবের সংসার থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের একজন নামকরা খেলোয়াড় হয়ে ওঠার পথ এতটাও মসৃণ ছিল না তার জন্য। অনেক চড়াই উতরাই পার করে, অনেক ত্যাগ স্বীকার করে আজ তিনি সাফল্যের এই জায়গায় এসে দাঁড়িয়েছেন।

Advertisements

দুবারের বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান (Yusuf Pathan) পেশাদারী ক্রিকেট জগত থেকে ইস্তফা দিলেও ৪১ বছর বয়সে এসে জীবনের নতুন কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন রাজনীতিকে। তিনি ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বহরমপুর থেকে। তার বিপরীতে রয়েছেন রাজনীতির জগতের বহুল পরিচিত নাম অধীর চৌধুরী। এতদিন সরাসরি ভাবে রাজনীতি না করলেও ইউসুফ পাঠান সরাসরি লোকসভা ভোটের টিকিট নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন। চলুন জেনে নেওয়া যাক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার এই গল্প।

Advertisements

ইউসুফ পাঠান (Yusuf Pathan) ভারতের ক্রিকেট দলের হয়ে ৫৭ টি ওডিআই ও ২২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৭ ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২ বার বিশ্বকাপ জিতছেন তিনি। আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলে দুবার দলকে জিতিয়েছেন। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে এসে ময়দান কাঁপানোর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন ইউসুফ পাঠান।

Advertisements

আরও পড়ুন ? Yusuf Pathan Property Details: কত টাকার খাজানা রয়েছে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের! বহরমপুরে জিততে পারবেন তো!

গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও ইরফান পাঠানের বাবা মাহমুদ পাঠান মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ছোট্ট একটি ঘরে ছিল তাদের সংসার। এতগুলো লোক মিলে সেই ঘরে থাকা সম্ভব ছিল না। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের বাবা তাদেরকে মসজিদে নিয়ে যেতেন আর এই ভাবেই তাদের ছোটবেলাটা মসজিদেই কেটে গেছে। বাবা-মা চেয়েছিলেন দুই ছেলেই ইসলামিক স্কলার হোক। কিন্তু দুই ভাই ক্রিকেটকে তাদের জীবনের চলার পথ হিসেবে বেছে নিয়েছেন।

ফাস্ট বোলার ও সুইং মাস্টার হিসেবে খ্যাত ইরফান পাঠান ২০০৩ সালে ভারতীয় দলে নিজের অভিষেক করেন একটি টেস্ট ম্যাচের মাধ্যমে। এর চার বছর পর ইউসুফ পাঠান (Yusuf Pathan) ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি – টোয়ন্টি বিশ্বকাপ ম্যাচে ৮ বলে ১৫ রান করে বিশ্বের দরবারে নিজের জায়গা করে নেন তিনি। ২০০১ – ২ এ রঞ্জি ট্রফি খেলা ইউসুফ পাঠান বড় শট এর জন্য বিখ্যাত। তার জীবনে টার্নিং পয়েন্ট আসে ২০০৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস কে জেতানোর পর। ২০২১ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন রাজনীতির ময়দানে তার নতুন পথচলা কেমন হয় সেদিকে লক্ষ্য রাখছে সারা ভারতবাসী।

Advertisements