Durga Puja Weather: দুর্গাপুজোয় রোদ ঝলমলে দিন নাকি ঝমঝমিয়ে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে আর সময় নেই, কেননা দিন কয়েক পরেই বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এখন থেকেই অধিকাংশ বাড়িতে বাড়িতে কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম প্রায় শেষের দিকে। তবে এসবের মধ্যেই এখন দুর্গাপুজোয় আবহাওয়া (Durga Puja Weather) কেমন থাকবে তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। এবার এই আবহাওয়া নিয়েই জানালো আবহাওয়া দপ্তর।

Advertisements

বাঙ্গালীদের সবচেয়ে বড় পুজোর দুর্গাপুজোয় রোদ ঝলমলে দিন নাকি ঝমঝমিয়ে বৃষ্টি তার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। দুর্গাপুজোয় সবাই নিজেদের মত করে আনন্দ উপভোগ করতে চাই। দুর্গাপুজো চার দিনের হলেও আবার এই বছর চারদিন বলা যাবে না। কেননা এবার তিন দিনেই পুজো শেষ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকছে?

Advertisements

আবহাওয়া সংক্রান্ত যে দীর্ঘ মেয়াদী রিপোর্ট পেশ করা হয় সেই রিপোর্ট অনুযায়ী দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে আবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও আনন্দ মাটি হবে না বলেও জানা যাচ্ছে। তবে পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে একটি বেসরকারি আবহাওয়া সংস্থা।

Advertisements

আরও পড়ুন : Rainfall Forecast: উত্তরের ৮, দক্ষিণের ৪, বৃহস্পতিবার তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্যের ১২ জেলা

বেসরকারি ওই আবহাওয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মহালয়া অর্থাৎ ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অল্প সময়ের জন্য হলেও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা ঐ সময়ই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে আর সেই ঘূর্ণাবর্তের জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে এমন অল্প সময়ের জন্য হালকা থেকে ভারী বৃষ্টি দেখা দিতে পারে। এরপর চতুর্থীর দিন থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

চতুর্থীর দিন থেকে আবার আকাশ পরিষ্কার হলেও আকাশে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। মাঝে মাঝে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ১৩ অক্টোবর অর্থাৎ একাদশীর দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বজায় থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়াও পুজোর সময় পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সম্ভাবনাও নেই। যে কারণে এই বছর গতবছরের মহাষ্টমীর পর থেকে যেভাবে নাগারে বৃষ্টি হয়েছিল তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

Advertisements