Weather News: নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা বাংলায়! আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather News: বাংলার কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে শীত ঋতু। ইতিমধ্যেই শেষ হয়েছে দীপাবলি অর্থাৎ কালীপুজো উৎসব। আর কালী ঠাকুর বিসর্জন হওয়া মানেই চারিদিকে শীতের আমেজ। ঠান্ডা ঠান্ডা ভাব। তবে এখনো সেইভাবে চরম শীত পড়েনি। রয়েছে হালকা গরমের আবহাওয়া। আর এই আবহেই বাংলায় বৃষ্টির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কবে থেকে হবে বৃষ্টি? তার আগের কয়েকদিনই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather News)? কি জানালো আবহাওয়া দপ্তর?

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক দিনের মধ্যেই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের কাছে (Weather News)। প্রায় ৩০% থেকে ৬০% এই নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা তৈরি হতে পারে আগামী বুধবার। এই নিম্নচাপ সৃষ্টি হলে বাংলায় কেমন প্রভাব পড়বে? বাংলায় কি ভারী বৃষ্টি হতে পারে? তার আগেই বা কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া?

Advertisements

আরো পড়ুন: বিসর্জনের খরচ বাঁচিয়ে সদস্যের পাশে দাঁড়ালো সিউড়ির এই ক্লাব

হাওয়া অফিস জানিয়েছে সাম্প্রতিক তেমন কোনো ঘুর্ণাবর্ত বা নিম্নচাপ নেই যার জেলে বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে এই কয়দিন পশ্চিমবঙ্গের পরিস্থিতি শুষ্ক (Weather News) থাকবে। তবে যদিও বৃষ্টি হয় তা বিক্ষিপ্তভাবে। তাও প্রতিদিন হবে না। কোথাও কোথাও হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisements

আরো পড়ুন: ICDS কর্মীদের জন্য অবশেষে এল বড় নির্দেশ, জেনে নিন এই প্রতিবেদনে

মৌসম ভবন সূত্রে খবর শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। তবে এই দিন কলকাতার আকাশও পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না। থাকবে হালকা কুয়াশা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই (Weather News)। পরিস্থিতি শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। খবর রয়েছে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং এবং দার্জিলিংয়ের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাকি ৬টি জেলার পরিস্থিতি শুষ্ক থাকবে। এছাড়া বুধবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে এদিন কোনো বৃষ্টি হবে না। তবে সম্ভাব্য নিম্নচাপের জেরে বাংলায় কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে হাওয়া অফিস এখনো কিছু জানায়নি।

Advertisements