FASTag Status Check: আপনার কাছে থাকা FASTag বেঁচে আছে, না মরে গেল! চেক করুন সহজ পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম জারি করা হয়। মূলত দুর্নীতি থেকে শুরু করে কোন কিছুর অপব্যবহার ঠেকানোর জন্যই এই সকল নিয়ম চালু করা হয়ে থাকে কেন্দ্রের তরফ থেকে। ঠিক সেই রকমই এবার FASTag নিয়ে একটি নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী KYC করিয়ে নেওয়া জরুরি।

যদিও FASTag KYC করানোর জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি ছিল শেষ দিন। আর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এই সময়সীমা বৃদ্ধি করেনি বলেই জানা যাচ্ছে। এখন গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে আপনার কাছে থাকা FASTag টি বেঁচে আছে অর্থাৎ অ্যাক্টিভ আছে কিনা (FASTag Status Check)। কেননা তা যদি ব্ল্যাক লিস্টেড বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে যখন টোল প্লাজায় পৌঁছাবেন তখন আপনাকে ডবল টোল ট্যাক্স দিতে হবে।

আপনার কাছে থাকা FASTag অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ কোন অবস্থায় রয়েছে তা সংস্থার তরফ থেকে মেল, এসএমএস ইত্যাদি করে জানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এসবের উপর নজর রাখলেই সহজেই বোঝা যায়। তবে এসব ছাড়াও অনলাইনে সহজেই নিজেদের কাছে থাকা FASTag-এর স্ট্যাটাস চেক করা যেতে পারে। স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই লগইন করতে হবে fastag.ihmcl.com ওয়েবসাইটে।

আরও পড়ুন 👉 FASTag Rules: ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে FASTag, নিয়মের এই বদল না জানলে গুনতে হবে ডবল টোল

ওই ওয়েবসাইটে লগইন করার জন্য নিজেদের FASTag-এর সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর দিতে হবে, দিতে হবে পাসওয়ার্ড। যদি কারো পাসওয়ার্ড মনে নেই তাহলে তাকে ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এরপর ওয়েবসাইটের মধ্যে থাকা ক্যাপচা কোড দিয়ে ওটিপি পাওয়ার জন্য অনুরোধ পাঠাতে হবে এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর ওয়েবসাইটের মধ্যে থাকা FASTag স্ট্যাটাস চেক অপশন বেছে নিতে হবে। এরপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অথবা FASTag আইডি দিয়ে বুঝতে পারা যাবে আপনার FASTag-এর বর্তমান পরিস্থিতি।

অন্যদিকে যদি কোন গাড়ির সঙ্গে একাধিক FASTag লিঙ্ক থাকে তাও বোঝা যাবে অনলাইনে। সেক্ষেত্রে গ্রাহকদের https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে নিজেদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অথবা NECT FASTag আইডি দিতে হবে। এরপর দিতে হবে ক্যাপচা কোড এবং তারপর Check Status অপশনে ক্লিক করতে হবে। তারপরেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে কি অবস্থায় রয়েছে আপনার FASTag অথবা আপনার গাড়ির সঙ্গে একাধিক FASTag অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা।