আপনার Aadhaar নম্বর সক্রিয় রয়েছে কিনা সহজেই বুঝে নিন এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির পাশাপাশি জরুরি নথির তালিকায় গুরুত্বপূর্ণ হলো Aadhaar কার্ড। গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, কারণ আধার কার্ড বা আধার নম্বর সরকারি সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের আধার নম্বর সক্রিয় রাখা অত্যন্ত জরুরি।

অন্যদিকে আবার নাগরিকদের আধার কার্ড নিয়ে সম্প্রতি UIDAI নতুন একটি নিয়মের ঘোষণা করেছে এবং সেই নিয়ম অনুযায়ী কারো আধার কার্ড ১০ বছরের বেশি হয়ে গেলেই তাকে আপডেট করাতে হবে। আপডেট করা না হলে সেই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এই পরিস্থিতিতে আপনার আধার নম্বরটি সক্রিয় রয়েছে কিনা অথবা নিষ্ক্রিয় হয়ে গেল কিনা তা দেখে নেওয়া জরুরী।

নতুন এই নিয়ম ছাড়াও আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন তিন বছর আধার কার্ড ব্যবহার না হলে তা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বাচ্চাদের আধার কার্ড পাঁচ বছর বা ১৫ বছরের বায়োমেট্রিক আপডেট করা না হলে আধার কার্ড বাতিল হতে পারে। এছাড়াও অ্যাকাউন্টে একাধিক নাম থাকলেও আধার নম্বর বাতিল হতে পারে।

নিজেদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে কিনা অথবা সক্রিয় রয়েছে কিনা তা দেখার জন্য সহজ একাধিক পদ্ধতি রয়েছে। অফলাইন অথবা অনলাইন দুই পদ্ধতি অবলম্বন করেই নিজেদের আধার কার্ড সক্রিয় রয়েছে কিনা তা জানা যায়। অফলাইনে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নিজেদের আধার কার্ড সক্রিয় রয়েছে কিনা যাচাই করা যেতে পারে।

অনলাইনে বাড়িতে বসে নিজেদের আধার কার্ড সক্রিয় রয়েছে কিনা তা জানার জন্য উপভোক্তাদের mAadhaar অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানেই থাকা QR Code থেকে আপনার আধার কার্ড স্ক্যান করতে হবে। তারপর ভেরিফাই করলেই বুঝে নেওয়া যাবে যে আপনার আধার কার্ড সক্রিয় রয়েছে না নিষ্ক্রিয় হয়ে গেছে। এছাড়াও ১৯৪৭ নম্বরে ফোন করে নিজেদের আধার কার্ড সক্রিয় রয়েছে নাকি নিষ্ক্রিয় হয়ে গেছে জেনে নেওয়া যেতে পারে।