Toto Registration: বন্ধ নয়, টোটো রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হাওড়া প্রশাসনের, নেপথ্যে কারণ কি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Toto Registration: বর্তমানে স্থানীয় এলাকাগুলিতে যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে টোটো। তার ফলে কমে গিয়েছে অটো ট্রেকারে যাত্রীর সংখ্যা। তাই অনেক স্থানীয় এলাকার গাড়িচালকরা রুজি-রুটির তাগিদে টোটো চালানোকেই ভরসা করছেন। আর সেই সব সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য পরিবহনের নির্দেশে সিদ্ধান্ত নিল হাওড়া জেলা প্রশাসন। জেলার একাধিক বেআইনি টোটো চালানো বন্ধ না করে পরিবর্তে টোটোগুলিকে আইনি নথিভুক্তিকরনের ব্যবস্থা করল জেলা প্রশাসন। কি কারণে এই সিদ্ধান্ত প্রশাসনের? উদ্দেশ্য কি আদৌ সফল হবে?

Advertisements

প্রসঙ্গত, সাম্প্রতিক রাজ্য পরিবহন দপ্তর তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহন বিভাগগুলি যেন তাদের গ্রামাঞ্চলে চলাচলকারী সমস্ত টোটোগুলিকে আইনি নথিভুক্ত করে। আর সেই নোটিশ পাওয়ার পরই হাওড়া জেলা প্রশাসন তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটো রেজিস্ট্রেশনের (Toto Registration)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাওড়ার গ্রামীণ পঞ্চায়েত এলাকাগুলিতে টোটোর আইনানুগ নথিভুক্তিকরনের কাজ। অন্যদিকে আঞ্চলিক পরিবহন দপ্তর প্রস্তুতি নিচ্ছে পুরসভা এলাকায় চলা টোটোগুলিকে রেজিস্ট্রিকরণের জন্য।

Advertisements

কেন এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে জেলা প্রশাসন জানিয়েছেন, মূলত যে হারে টোটোর সংখ্যা বাড়ছে তাতে করে লোকাল এরিয়ায় তৈরি হচ্ছে যানজটের সমস্যা। তাই টোটোর সংখ্যা বৃদ্ধিতে রাশ টানতেই এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের। তবে আদৌ উদ্দেশ্য সফল হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অন্যদিকে জেলা প্রশাসন তরফে বলা হয়েছে, প্রতি টোটো চালককে বাহন পোর্টালে টোটো রেজিস্ট্রিকরনের (Toto Registration) সময় চালকের নাম, বাসস্থানের ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত নথিপত্র নথিভুক্ত করতে হবে। যারা করবেন না তাদের টোটো রেজিস্ট্রেশন হবে না। পাশাপাশি আইনিভাবে টোটো চালানো যাবে না।

Advertisements

আরও পড়ুন:Howrah-Sector V MetroHowrah-Sector V Metro: বউবাজারের নিচ দিয়ে ছুটল মেট্রো, কবে থেকে চলবে হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো

তবে যে সব টোটোর আইনানুগ রেজিস্ট্রেশন হবে সেইসব টোটোগুলি নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকাতেই চালাতে পারবেন। অন্য এলাকায় চালাতে পারবেন না। এর পাশাপাশি এও বলা হয়েছে যে, কোনো টোটো মালিকের বাড়ি যদি গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে থাকে তাহলে সেক্ষেত্রে আবেদনের মাধ্যমে পাশের গ্রাম পঞ্চায়েত এলাকাতেও টোটো চালাতে পারবেন। তবে কোনো রেজিস্ট্রিকৃত টোটো (Toto Registration) জাতীয় সড়ক বা রাজ্য সড়কে চালানোর অনুমতি পাবে না। মূলত লোকাল এলাকাতেই চালাতে পারবেন।

তবে সব টোটোকে রেজিস্ট্রিকরন করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছেন, প্রথম পর্যায়ে ২০ হাজার টোটোর আইনানুগ স্বীকৃতি দেওয়ার তালিকা তৈরি করা হয়েছে। আর তাদের জন্য নির্দিষ্ট রুটও ঠিক করা হয়েছে। আঞ্চলিক পরিবহন দপ্তর, সিটি পুলিশ, জেলা প্রশাসন সহযোগে একটি সমীক্ষা করা হয়েছে। আর সেই সমীক্ষায় উঠে এসেছে ১৩৫ টি রুট যেখানে টোটো বা রিক্সা চলে। মূলত সেই রুটের টোটোগুলিকেই প্রথমে আইনিভাবে বাহন পোর্টালের মাধ্যমে নথিভুক্ত (Toto Registration) করা হবে। তারপরে রুট এবং টোটোর সংখ্যা দেখে বাইরের টোটোকে আইনি অনুমোদন দেওয়া যায় কিনা তা নিয়ে ভেবে দেখবে জেলা প্রশাসন। তবে ২০ হাজারেরও বেশি টোটো হাওড়ায় চলে বলে অনুমান পরিবার দপ্তরের একাংশের।

Advertisements