রাজমিস্ত্রি সঙ্গে পালানো দুই গৃহবধূ পুলিশের জালে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজমিস্ত্রি সঙ্গে প্রেমে পড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের ফাঁদে পড়তে হলো দুজনকে। দুই গৃহবধূ ছাড়াও পুলিশের ফাঁদে পড়েছেন ওই দুই গৃহবধূর দুই প্রেমিক। এই মুহূর্তে তাদের ঠাঁই হয়েছে শ্রীঘরে।

Advertisements

রাজমিস্ত্রির প্রেমে পড়ে হাওড়ার হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগরের দুই গৃহবধূ অনন্যা কর্মকার এবং রিয়া কর্মকার তার সন্তানকে নিয়ে শপিং করার নাম করে পালিয়ে যায় মুম্বই। বাড়িতে কাজ করতে আসা ওই দুই রাজমিস্ত্রির সঙ্গে মুম্বই পালানোর পর ফেরার পথে আসানসোলে এই পাঁচ জনকে আটক করা হয়। জিআরপি তাদের আটক করার পর নিশ্চিন্দা পুলিশের হাতে তুলে দিয়েছে।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই গৃহবধূ অনন্যা কর্মকারের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রি সুভাষ এবং শেখরের। এই দুজন রাজমিস্ত্রি মাস ছয়েক আগে তাদের বাড়ি সংস্কার করতে এলে প্রথম দেখাতেই ওই দুই গৃহবধূর ভালো লেগে যায় দুজন রাজমিস্ত্রিকে। তার পর কর্তাদের অনুপস্থিতিতে দুপুরবেলা চলত খুনসুটি। এরপর মোবাইল নম্বর বিনিময় এবং ছয় মাসে প্রেমের সম্পর্ক আরও গভীর হওয়ার পর তারা বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন।

Advertisements

১৫ ডিসেম্বর ওই দু’জন গৃহবধূর মধ্যে একজন গৃহবধূর মোবাইল নম্বরে ফোন আসে। তার পরেই তারা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ওই দু’জন রাজমিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ করে মুর্শিদাবাদ এবং মুম্বই পাড়ি দেন। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে বিষয়টি জানতে পারেন। এরপর বুধবার ভোর বেলা তাদের পাকড়াও করা হয়।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল তাদের এরাজ্যে ফেরা নিয়ে। সেই খবর মোতাবেক তারা ওঁৎ পেতে বসেছিলেন আসানসোল রেল স্টেশনে। তারপরেই তাদের আসানসোলে ট্রেন থেকে নামানো হয় এবং আটক করা হয়।

Advertisements