Train Accident: ফের দুর্ঘটনার কবলে হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেন, মৃত ২, চালু হলো হেল্পলাইন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেন দুর্ঘটনার (Train Accident) হাত থেকে কোনভাবেই রক্ষা পাচ্ছে না ভারতীয় রেল (Indian Railways)। জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর লাগাতার কোথাও না কোথাও কোন না কোন দুর্ঘটনা ভোটেই চলেছে। ঠিক সেই রকমই ফের দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া থেকে রওনা দেওয়া একটি ট্রেন। যে দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দুজন এবং আহতের সংখ্যা ২০ হলেই জানা যাচ্ছে। দুর্ঘটনার পরই রেলের তরফ থেকে হেল্পলাইন চালু করা হলো।

Advertisements

নতুন করে এমন ট্রেন দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর বেলায়। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ এমন দুর্ঘটনা ঘটে। এবার দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে রওনা দেওয়া মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চক্রধরপুর নিকটবর্তী জায়গায়। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, ওই ট্রেনটির ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। একসঙ্গে এতগুলি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে দুজনের এবং আহত ২০। তবে আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

ওই ট্রেনটির যে ১৮ টি কামরা লাইনচ্যুত হয়েছে তার মধ্যে আবার ১৬ টি কামরায় হল যাত্রীবাহী। বাকি দুটি কামরার মধ্যে একটি বিদ্যুৎ সংযোগকারী কামরা ও অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল এবং তাদের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতাই উদ্ধার কার্য শুরু করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুর নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Advertisements

আরও পড়ুন ? Railway Penalty Rule: ট্রেনে চলবে না কোনো কায়দা! বড় সিদ্ধান্ত রেলের, ধরা পড়লেই বড় শাস্তি

এবার কিভাবে লাইনচ্যুত হলো ওই ট্রেনটি তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তা হল, যে জায়গায় মুম্বাই-গামী হাওড়া থেকে রওনা দেওয়ার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেখানে তার আগে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। একইসঙ্গে দুটি ট্রেনের এইভাবে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনার পিছনে কি রয়েছে তা নিয়ে রেলের তরফ থেকে তদন্ত শুরু করা হবে।

অন্যদিকে এমন দুর্ঘটনার পর যাত্রীদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে নিকট ব্যক্তিদের যাতে খোঁজ খবর নিতে সুবিধা হয় তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। যে সকল নম্বরে ফোন করে খোঁজখবর নেওয়া যাবে সেই সকল নম্বরগুলি হলো হাওড়া ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, টাটানগর ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর ০৬৫৮৭২৩৮০৭২, রৌরকেলা ০৬৬১২৫০১০৭২ ও ০৩৩২৬৩৮২২১৭ ও রাঁচি ০৬৫১২৭৮৭১১৫।

Advertisements