Underwater Metro New Timing: হাওড়া-এসপ্ল্যানেড গঙ্গার নিচে মেট্রোয় সূচিতে বদল, এবার আরও বেশি সুবিধা পাবেন যাত্রীরা

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : হাওড়া থেকে কলকাতা যাতায়াত এখন জল ভাত হয়ে গিয়েছে মেট্রো পরিষেবার দৌলতে। এখন হাওড়া স্টেশনে নেমে টুক করে মেট্রো চড়ে কলকাতার বিভিন্ন জায়গা পৌঁছে যাওয়া যায়। গত ১৫ মার্চ চালু হয়েছিল হাওড়া ও এস্প্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা। যে মেট্রো পরিষেবা দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro) পরিষেবা হিসাবে পথ চলা শুরু করে। এবার এই মেট্রোয় সূচিতে (Underwater Metro New Timing) বদল আনল মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

দীর্ঘদিন ধরে কাজ চলার পর হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের আওতায় জুড়ে দেওয়া সম্ভব হয়। এই মেট্রো পরিষেবা চালু হওয়ার পর এখন মাত্র ৫ থেকে ১০ টাকার মধ্যে যাত্রীরা গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে যাচ্ছেন। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর ক্যাব পরিষেবা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যানবাহনের খরচও অনিশ্চয় কমে গিয়েছে। আর এবার মেট্রো কর্তৃপক্ষ নতুন যে পদক্ষেপ নিল তাতে যাত্রীদের আরও সুবিধা বেড়ে যাবে।

Advertisements

১৫ মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও সেই পরিষেবা প্রদান করা হতো কেবলমাত্র সোমবার থেকে শনিবার পর্যন্ত। কিন্তু এবার মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে রবিবারও যাত্রীদের পরিষেবা দেওয়া হবে। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে সুখবর দিয়েছেন। তবে অন্যান্য দিনের তুলনায় রবিবারের মেট্রো পরিষেবার ক্ষেত্রে সূচিতে কিছুটা বদল আনা হয়েছে।

Advertisements

আরও পড়ুন : ১৯৮ টাকার জিও প্রিপেড প্ল্যানে আনলিমিটেড 5G, ভয়েস কলিং সহ আরও আকর্ষনীয় অফার

রবিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চালাবে দুপুর ২:১৫ মিনিট থেকে। চলবে রাত্রি ৯:৪৫ মিনিট পর্যন্ত। প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে মেট্রো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে। নতুন এই পরিষেবা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে অন্যান্য দিন সকাল থেকে যেমন মেট্রো পরিসেবা শুরু হতো আগামী দিনেও তা চলবে। তবে এতদিন পর্যন্ত রবিবার পরিষেবা বন্ধ থাকলেও সেই পরিষেবা আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে হাওড়া ও কলকাতার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের বড় অংশ উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements