Kolkata Metro: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা, বদল হচ্ছে সময়সূচিতেও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: শনিবার থেকে কমে যাবে হাওড়া মেট্রোর পরিষেবা। বর্তমানে প্রত্যেকদিন প্রায় ১৫০ টি মেট্রো চলাচল করে হাওড়া থেকে ময়দান পর্যন্ত। কিন্তু শনিবার থেকে এই সময়সূচিতে আসবে বিরাট পরিবর্তন। ৩৬ টি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে শনিবার থেকেই। আগামী শনিবার থেকে মেট্রোর এই লাইনে আপ-ডাউন মিলিয়ে ১১৪টি পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান এবং মহাকরণের মাঝের পরিষেবায় আসবে বেশ কিছুদিনের পরিবর্তন। শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মাঝে মেট্রোর কাজের জন্য পরিষেবা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকছে।

Advertisements

সাধারণত এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দু’টি লাইনে মেট্রো (Kolkata Metro) চলাচল করে। একটি হল পূর্বমুখী সুড়ঙ্গ এবং অন্যটি হল পশ্চিমমুখী সুড়ঙ্গ। মেট্রো চলাচল করছে দুটো সুড়ঙ্গ দিয়েই। সম্প্রতি কলকাতার এই একটি সুড়ঙ্গে সম্পূর্ণরূপে মেট্রো চলাচল করছিল না কাজ হবার জন্য। মেট্রো পরিষেবা অব্যাহত ছিল শুধুমাত্র হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি। পুনরায় আবার মেট্রো ফিরে যাচ্ছিল ওই পথে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি পুরো পথেই মেট্রো চলছিল কিন্তু অন্যপথে। মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে , হাওড়া ময়দান থেকে মহাকরণের মাঝে পরিষেবাতে কাটছাঁট করা হয়।

Advertisements

যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আজকের প্রতিবেদনে মেট্রো (Kolkata Metro) সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পশ্চিমমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৮মিনিটে এবং শেষ মেট্রো চলবে সন্ধ্যা ৭টা ৫৮মিনিটে। আবার মহাকরণ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২০ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে রাত ৮টা ৮ মিনিটে।

Advertisements

আরও পড়ুন:Toto Registration and LicenceToto Registration and Licence: টোটো চালানো আর সবার পক্ষে সম্ভব নয়, প্রশাসন চালু করল নয়া নিয়ম

মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যখন পশ্চিমমুখী সুড়ঙ্গে যাত্রীদের ভিড় থাকবে তখনই একমাত্র পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেট্রোর নয়া সময়সূচী অনুযায়ী দু’টি মেট্রো পরিষেবার মাঝে ব্যবধান থাকবে ২০ মিনিটের। বাকি সময়ে পশ্চিমমুখী সুড়ঙ্গে কোনও পরিষেবা থাকবে না।

যাত্রীদের জন্য বিশেষ সূচনা হলো, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মাঝে পূর্বমু‌খী সুড়ঙ্গের পরিষেবায় এখনো পর্যন্ত কোনোরকম পরিবর্তন আনা হচ্ছে না। পূর্বমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫মিনিটে। শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৬মিনিটে।আবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে ৭টা ১২ মিনিটে। পাশাপাশি শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পূর্বমুখী সুড়ঙ্গে পরিষেবা পাওয়া যাবে কুড়ি মিনিট অন্তর। তবে অন্যান্য সময় এই পরিষেবা পাওয়া যাবে ২৪ মিনিট অন্তর।

Advertisements