নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের ক্ষেত্রে রেল পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। রেল পরিষেবার অঙ্গ হিসাবে মেট্রো পরিষেবা (Metro Rail) মেট্রো শহরগুলিতে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবায় পরিণত হয়েছে। ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হওয়া কলকাতাতেই এবার প্রথম গঙ্গার নিচে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। দীর্ঘদিন ধরে এই রুটে পরিষেবা শুরু হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এই মেট্রো পরিষেবা চালু হলে এক ধাক্কাই বহু মানুষের ভোগান্তি কমে যাবে। হাওড়া রেলস্টেশনে নামা যাত্রীদের আর অন্য যানবাহনের উপর ভর করে সময় নষ্ট করে যাতায়াত করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প খরচেই তারা হাওড়া থেকে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন।
এর পাশাপাশি হাওড়া ময়দান থেকে এই মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া থেকে শিয়ালদা অথবা শিয়ালদা থেকে হাওড়া যাতায়াত করাও অনেক সহজ হয়ে যাবে। হাওড়া ময়দান থেকে চালু হওয়া মেট্রো পরিষেবা ২০ থেকে ২৫ মিনিট অন্তর অন্তর আড়াই হাজার যাত্রী বহন করবে বলে অনুমান করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক এই যাত্রীদের চাপ কিভাবে সামলানো যাবে, স্টেশন চত্বরে কোথায় পার্কিং থাকবে ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই হাওড়া জেলা প্রশাসন সার্ভে করে পরিকল্পনা গ্রহণ করছে।
এর পাশাপাশি এমন মেট্রো পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে আলাদা করে পার্কিংয়ের ব্যবস্থার কথা পরিকল্পনায় রাখা হয়েছে। কারণ বহু যাত্রী রয়েছেন যারা মোটরবাইক অথবা অন্য কোন ব্যক্তিগত যানবাহন নিয়ে আসেন এবং সেগুলি পার্কিংয়ে রেখে মেট্রোতে চড়ে বিভিন্ন জায়গা যান। এক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না হলে সেই সকল যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে।
হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা চালু করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হওয়ার পর বিভিন্ন সমীক্ষা চালানো হচ্ছে এবং সেই সকল সমীক্ষাও প্রায় শেষের দিকে এমনই জানা যাচ্ছে সুত্র মারফত। এসবের প্রেক্ষিতে সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর দুর্গাপুজোর আগেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে।