10 points Howrah Maidan to Esplanade Metro: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর ১০টি পয়েন্ট, যেগুলি অনেকেই জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে সূচনা হয়ে গেল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবার (Howrah Maidan to Esplanade Metro)। বুধবার সবুজ পতাকা উড়িয়ে এই পরিষেবার উদ্বোধন করার দিন কয়েকের মধ্যেই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে। তবে এই প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে রাজ্যের বাসিন্দাদের অনেকেই ১০টি পয়েন্ট (10 points Howrah Maidan to Esplanade Metro) সম্পর্কে জানেন না।

Advertisements

১) ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথের ৫২০ মিটার অংশ পড়ছে গঙ্গার নিচে। যে পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। অর্থাৎ ১ মিনিটেরও কম সময়ে গঙ্গার এপার থেকে ওপার পৌঁছে যাওয়া যাবে।

Advertisements

২) মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে নতুন এই যে করিডর তৈরি করা হচ্ছে তার মোট দৈর্ঘ্য হলো ১৬.৬ কিলোমিটার। এই করিডরের মধ্যে ১০.৮ কিলোমিটার অংশ পড়ছে মাটির নিচে এবং বাকি অংশ মাটির উপরে। হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো মাটির নিচেই যাবে।

Advertisements

৩) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ৬টি স্টেশন। তবে এরই মধ্যে একটি এক জেলা থেকে অন্য জেলা পৌঁছে দেবে যাত্রীদের।

৪) হাওড়া ময়দান থেকে এসপ্লেনেড পর্যন্ত যে সকল রেক চলবে সেগুলি ATO প্রযুক্তির। অর্থাৎ এগুলি সব স্বয়ংক্রিয়। এই সকল রেকগুলি চালানোর জন্য চালকের প্রয়োজন হবে না। মোটর ম্যান কেবলমাত্র একটি সুইচ টিপে দিলেই রেকগুলি এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে ছুটে যাবে।

৫) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবায় সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০ টাকা। ২ কিলোমিটারের কম পথের জন্য ৫ টাকা এবং তার থেকে বেশি পথের জন্য খরচ হবে ১০ টাকা।

৬) এরপর এই মেট্রো করিডরের যত পথ পাড়ি দেওয়া হবে সেই পথের হিসাবে ভাড়া বৃদ্ধি পেতে শুরু করবে। ভাড়া ৫০ টাকা পর্যন্ত রয়েছে।

৭) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পথ পাড়ি দেওয়ার সময় গঙ্গার নিচের অংশে নীল আলো দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেখানে এমন বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে করে যাত্রীরা টানেলের গায়ে মাছ সহ বিভিন্ন জলজ অবয়ব দেখতে পাবেন।

আরও পড়ুন ? Majherhat metro timing and fare: জোকা-মাঝেরহাট লাইনে কতক্ষণ পরপর চলবে মেট্রো, কত হবে ভাড়া

৮) এই পথে মেট্রো যাওয়ার সময় মোবাইল ইন্টারনেট থেকে কানেক্টিভিটি কোন ক্ষেত্রেই সমস্যা হবে না। যাত্রীরা স্বাচ্ছন্দে কথা বলার পাশাপাশি স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা পাবেন।

৯) এই মেট্রো লাইন চালু হয়ে যাওয়ার পর এখন হাওড়া বা হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর সহ বিভিন্ন জায়গা মেট্রোতে চড়েই যাওয়া যাবে। শুধু এসপ্ল্যানেড এসে মেট্রো বদল করে নিতে হবে।

১০) হাওড়া ময়দান মেট্রো স্টেশন এখন ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। এই পরিষেবার উদ্বোধনের পর পশ্চিমবঙ্গ যেমন প্রথম আন্ডারওয়াটার মেট্রো পেল ঠিক সেই রকমই গভীরতম মেট্রো স্টেশন হিসেবে পেল হাওড়া ময়দান স্টেশনকে।

Advertisements