Starting Date of Howrah Maidan Metro: পাকা হল হাওড়া ময়দান থেকে মেট্রো চালানোর দিনক্ষণ, কর্তৃপক্ষ জানাল কতক্ষণ পরপর মিলবে পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার পর গত ৬ মার্চ এসপ্ল্যানেড ও হাওড়া (Esplanade to Howrah Maidan Metro) ময়দানের মধ্যে মেট্রো পরিষেবার (Metro) উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে পরিষেবার সূচনা হয়। তবে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হলেও সাধারণ মানুষদের জন্য এখনো পর্যন্ত পরিষেবা চালু হয়নি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষেরা তাকিয়ে ছিলেন কবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সেই শুভক্ষণের ঘোষণা করা হবে। অবশেষে সেই শুভক্ষণের (Starting Date of Howrah Maidan Metro) ঘোষণা হল শনিবার।

এদিন সিপিআরও কৌশিক মিত্র সাংবাদিক বৈঠক করে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য কবে থেকে চালু হবে তা ঘোষণা করার পাশাপাশি কতক্ষণ পরপর মিলবে মেট্রো তাও জানিয়ে দেন। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা সংক্রান্ত খুঁটিনাটি ঘোষণার পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে তারাতলা মেট্রোর সম্প্রসারিত অংশ মাঝেরহাট পর্যন্ত মেট্রো চালুর ঘোষণা এবং বাকি তথ্য জানান।

মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহের ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে জনসাধারণের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ওই একই দিনে বাকি দুটি উদ্বোধন হওয়া মেট্রো পরিষেবারেও দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ আর মাত্র ৬ দিনের অপেক্ষা, আর তারপরেই সাধারণ মানুষেরা মেট্রো চড়ে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে কলকাতা অথবা কলকাতা থেকে হাওড়া যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন 👉 1st Metro in World: বিশ্বে প্রথম কোথায় চলেছিল মেট্রো! কত সালে সূচনা হয়েছিল এই পরিষেবার

এসপ্ল্যানেড এবং হাওড়া থেকে প্রতিদিন সকাল ৭টার সময় প্রথম মেট্রো ছাড়বে। দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। সারাদিনে মোট ১৩০ টি মেট্রো সাধারণ মানুষদের এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াতের জন্য পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানো হবে আর অন্যান্য সময় ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো চালাবে কর্তৃপক্ষ।

এসপ্ল্যানেড হোক অথবা হাওড়া ময়দান, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অর্থাৎ যে সময়কে ব্যস্ততম সময় হিসেবে ধরা হয়ে থাকে সেই সময় ১২ মিনিট অন্তর অন্তর চালানো হবে মেট্রো। ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। আবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। রাত ৮টা থেকে রাত ৯:৪৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানো হবে।