Train Speed: পর্যটকদের জন্য দারুণ খবর, এবার কলকাতা আরও কম সময়ে পৌঁছানো যাবে উত্তরবঙ্গ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের বহু মানুষকেই প্রতিদিন উত্তরবঙ্গের দিকে রওনা দিতে দেখা যায়। ভ্রমণের উদ্দেশ্যে হোক অথবা অন্য কোন কাজে প্রতিদিনই হাজার হাজার মানুষ নিউ জলপাইগুড়ি সহ বিভিন্ন রেল স্টেশনে যাত্রা করে থাকেন। এবার সেই সকল যাত্রী যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অথবা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাতায়াত করে থাকেন তাদের জন্য সুখবর দিল রেল (Indian Railways)। কেননা এবার আরও কম সময়ে দুই বঙ্গে পৌঁছানোর সুযোগ তৈরি হলো।

Advertisements

দক্ষিণবঙ্গ থেকে হাওড়া যাতায়াতের ক্ষেত্রে এখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনটিতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে ৭ ঘন্টা ৩০ মিনিট। অন্যদিকে শতাব্দি এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে ৮ ঘন্টা ৩০ মিনিট। একইভাবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সময় লাগে ৭ ঘন্টা ৩৫ মিনিট এবং শতাব্দী এক্সপ্রেসে সময় লাগে ৮ ঘন্টা ১৫ মিনিট।

Advertisements

এই দুটি ট্রেন সবচেয়ে কম সময়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অথবা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পৌঁছে দেয় যাত্রীদের। তবে এবার রেলের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে এই সময়ে আরও কমে যাবে এমনটাই আশা করা হচ্ছে। সময় কমার পিছনে রয়েছে মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শাখায় ট্রেনের গতিবেগ বৃদ্ধি করা। ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার জন্য বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। আর সেই কাজ শেষে এবার ট্রায়াল রানও হয়ে গেল।

Advertisements

আরও পড়ুন ? Howrah-Puri-Howrah Special Vande Bharat: হাওড়া-পুরি-হাওড়া বন্দে ভারতের চলাচলের নিয়মে বদল! সুবিধা বাড়বে যাত্রীদের

মালদা থেকে নিউ জলপাইগুড়ি শাখায় ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার জন্য যে ট্রায়াল রান হয়েছে তাতে ঘন্টায় ১৩০ কিলোমিটার গতি বেগে ট্রেন ছোটানোর পরীক্ষায় সফল হয়েছে রেল। এই অংশে বিভিন্ন কারণে এর আগে পর্যন্ত ট্রেনের গতিবেগ কখনোই ঘন্টায় ১৩০ কিলোমিটার তোলা সম্ভব হতো না। রেলের তরফ থেকে সব খামতি দূর করে এবার ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার করার পদক্ষেপ নেওয়া হল।

মালদা নিউ জলপাইগুড়ি শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার করার ক্ষেত্রে যে ট্রায়াল রান সফল হয়েছে তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল মনে করছে, এবার হাওড়া অথবা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় কমবে। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে সংশ্লিষ্ট শাখায় ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটিয়ে পরীক্ষা করা হয়নি। এছাড়াও জানানো হয়নি ঠিক কবে থেকে সময় কমানোর মতো পদক্ষেপ নিতে চলেছে রেল। পাশাপাশি বন্দে ভারত, শতাব্দি এক্সপ্রেস ট্রেনের মত ট্রেনগুলির যাত্রা পথের সময় কমানোর পাশাপাশি অন্যান্য ট্রেনের যাত্রাপথের সময় কমানো হবে কিনা তাও এখনো জানানো হয়নি।

Advertisements