ট্রায়াল রানেই ঝড় তুলল বন্দে ভারত এক্সপ্রেস, রকেটের গতিতে ছুটে গেল NJP

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। ভারতীয় রেলের তরফ থেকে দ্রুতগতির ট্রেন চালানোর যে স্বপ্ন দেখা হয়েছিল সেই স্বপ্নের বাস্তব রূপ হল বন্দে ভারত এক্সপ্রেস।

Advertisements

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেন প্রায় চার বছর আগে প্রথম পথ চলা শুরু করে। পরে ট্রেনকে আরও উন্নত থেকে উন্নততর করা হয় এবং বর্তমানে থার্ড জেনারেশন বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে ছুটছে। এই ট্রেনটি নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে স্বপ্ন রয়েছে। ইতিমধ্যেই ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে ছুটছে এবং সপ্তম ট্রেন হিসাবে আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হবে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হওয়ার আগে রবিবার সেই ট্রেনটি এসে পৌঁছায় হাওড়ায় এবং সোমবার থেকে শুরু হল তার ট্রায়াল রান। ট্রায়াল রান শুরু হওয়ার পর দেখা যায় রকেটের গতিতে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনটি ট্রায়াল রান হিসাবে রওনা দেওয়ার পর সোমবার সকাল ৮:৪৬ মিনিটে রামপুরহাট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রামপুরহাটে না থাকলেও রেলের কোন কাজের জন্য এদিন ট্রেনটি দু’মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছাতেই উৎসুক মানুষের ভিড় জমতে থাকে এবং তারা ট্রেনটিকে সামনে রেখে সেলফি তুলতে মত্ত হন। মানুষের হিড়িক দেখে স্পষ্ট বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে তাদের উৎসাহ কতটা।

৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হওয়ার পর ট্রেনটি সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে। ট্রেনের সম্ভাব্যসূচি হিসেবে জানা যাচ্ছে সকাল ৫ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে। ফেরার পথে ২:৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ১০:৫০ মিনিটে। যদিও এই ট্রেনের ভাড়া কত হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisements