বাংলাএক্সপি ডেস্কঃ সারা বছরই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দার্জিলিং, কার্শিয়াং, ডুয়ার্সের পাশাপাশি পড়শী রাজ্য সিকিমে বহু পর্যটকরা ঘুরতে যান। কলকাতা হোক অথবা দক্ষিণবঙ্গ বা অন্যান্য জায়গা থেকে যারা এই সকল এলাকা ঘুরতে আসেন তাদের অধিকাংশরাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামেন এবং সেখান থেকে পৌঁছে যান গন্তব্যে। যে কারণে প্রায় সারা বছরই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের ট্রেনগুলিতে টিকিটের চাপ থাকে।
সাধারণ সময়ে এই রুটে টিকিটের চাপ থাকার পাশাপাশি মরশুমে টিকিট পাওয়া যায় না বললেই চলে। বহু আগে থেকে টিকিট বুকিং করে রাখলেও সেই টিকিট কনফার্ম হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। যে কারণে চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে এই রুটে বিভিন্ন সময় স্পেশাল ট্রেন চালানো হয়। ঠিক সেই রকমই রেলের তরফ থেকে ৪ দিন স্পেশাল ট্রেন (Howrah-NJP-Howrah Special Train) চালানোর ঘোষণা করা হলো উৎসবের মরশুমে।
পূর্ব রেলের তরফ থেকে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যে চারদিন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দিনগুলি হল অক্টোবর মাসের ৯, ১৬ ও ৩০ তারিখ এবং নভেম্বর মাসে ৬ তারিখ। ০৩০২৭ স্পেশাল এই ট্রেনটি ওই চারদিন রাত ১১ঃ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে। অন্যদিকে ০৩০২৮ স্পেশাল ট্রেনটি অক্টোবর মাসে ১০, ১৭ ও ৩১ তারিখ এবং নভেম্বর মাসের ৭ তারিখ দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং ১২:১০ মিনিটে হাওড়ায় এসে পৌঁছাবে।
আরও পড়ুন : WB Best School 2024: রাজ্যের সেরা স্কুল বেছে নিল শিক্ষা দফতর, কোন স্কুল পেল এমন মর্যাদা
যাত্রাপথে এই ট্রেনটি হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও স্টপেজে দেবে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে। রেলের তরফ থেকে এমন একটি ট্রেন চালানোর পরিপ্রেক্ষিতে যারা এখনো টিকিট নিয়ে চিন্তায় রয়েছেন তারা সহজেই টিকিট পেতে পারেন।
রেলের তরফ থেকে ওই স্পেশাল ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থেকে শুরু করে স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে যাত্রীরা তাদের চাহিদা মতো এবং পছন্দমত টিকিট বুকিং করতে পারবেন। ট্রেনটি মোট চারটি করে আটটি ট্রিপ দেবে বলেই জানিয়েছে পূর্ব রেল।