বদলে গেল হাওড়া জলপাইগুড়ি বন্দে ভারতের সময়সূচী, না জানলে পড়তে হবে সমস্যায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এবং দেশের স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যে স্বপ্নের এই ট্রেনটি দেশের ১১ টি রুটে যাতায়াত করছে। এই ট্রেন দেশের প্রতিটি রাজ্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণের দিকেও এগোচ্ছে রেল।

Advertisements

ভারতের জনপ্রিয় এই ট্রেনটি দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে যাতায়াত করার পাশাপাশি বাংলার বুকেও একটি রুটে যাতায়াত করছে। বাংলার বুকে হাওড়া থেকে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে হাওড়া বুধবার বাদে ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে। তবে এই ট্রেনের সময়সূচিতে এবার সামান্য পরিবর্তন আনা হলো।

Advertisements

ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে সকাল ৫:৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছায় দুপুর ১:২৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি প্রতিদিন দুপুর ৩:০৫ মিনিটে রওনা দেওয়ার পর হাওড়া এসে পৌঁছাই রাত ১০ঃ৩৫ মিনিটে।

Advertisements

১০ এপ্রিল থেকে সময়সূচীতে পরিবর্তন আনা হচ্ছে মূলত বারসই পেছনের স্টপেজের সময়সূচির ক্ষেত্রে। বর্তমানে ২২৩০১ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশনে পৌছাই সকাল ১১:৫০ মিনিটে। কিন্তু ১০ এপ্রিল থেকে ট্রেনটি বারসই স্টেশন পৌঁছাবে ১১ টা ৩৮ মিনিটে। অর্থাৎ বর্তমান সময়ের থেকে ১২ মিনিট আগে পৌঁছাবে বারসই স্টেশনে।

একইভাবে ২২৩০২ নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে বারসই স্টেশন পৌঁছায় বিকাল ৪:৪৪ মিনিটে। ১০ এপ্রিল থেকে ট্রেনটি বারসই স্টেশন পৌছাবে ৪:৩৩ মিনিটে। এক্ষেত্রেও ১১ মিনিট আগে ট্রেনটি বারসই স্টেশন পৌঁছাবে। এক্ষেত্রে এই সূচি জানা না থাকলে ট্রেন মিস করতে পারেন যাত্রীরা।

Advertisements