Howrah NJP বন্দে ভারত ট্রেনে মিলবে প্লেনের মতো পরিষেবা, সাজসজ্জা অবাক করা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার অবসান শেষে আগামী ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে চালু হচ্ছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। রাজ্যের মাটিতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত। পর্যটকদের টানতে উত্তরবঙ্গগামী এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে।

Advertisements

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে তাতে পরিষেবা মিলবে বিমান পরিষেবার মত। এই ট্রেনের বন্দরের সাজসজ্জা অবাক করবে যাত্রীদের তা নিয়ে কোন সন্দেহ নেই। কারণ এই ট্রেনকে প্রিমিয়াম ট্রেন বললেও যেন কম হয়। এই ট্রেনে যা সুবিধা পাবেন যাত্রীরা তাতে প্লেনে যে সকল সুবিধা দেওয়া হয় তার সমান বললে কম হবে না।

Advertisements

ট্রেনের কামরায় যাত্রীদের বসার চেয়ার থাকবে হাতলযুক্ত। পাশাপাশি সিটের পিছন দিকে থাকছে নেটের ব্যাগ ও পিছনের ব্যক্তির খাওয়ার সুবিধা। খুব স্বাভাবিক ভাবেই সিটের গদিও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে যাত্রীদেরকে। পাশাপাশি থাকছেন এই ট্রেনে থাকবে ট্রেন সেবিকারাও।

Advertisements

এর পাশাপাশি এই ট্রেনে যে প্যান্ট্রিকার থাকছে তাতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে কাঁচের দরজা, মডিউল কিচেন কিনা নেই। মোটের উপর পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম যাত্রা শুরু করতে চলা বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের যাত্রার এক্সপেরিয়েন্স হবে আলাদা।

নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আগামী ৩০ ডিসেম্বর। সপ্তাহে ছয় দিন ট্রেনটি যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে সকাল ৫:৫০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ২:৫০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ১০:৫০ মিনিটে।

Advertisements