বাংলার দুই বন্দে ভারতের ভাড়ায় বিরাট পার্থক্য! কোন ট্রেনটিতে কিলোমিটারে কত খরচ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হলো ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ কেবলমাত্র ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও নানান সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।

ভারতীয় রেল ভারতীয় নাগরিক এবং যাত্রীদের জন্য যে সকল ব্যবস্থাপনা করেছে তার মধ্যে অন্যতম একটি হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটি এই মুহূর্তে বিলাসবহুল ট্রেন হিসাবে দেশের বিভিন্ন রুটে চলাচল করছে। বাংলায় দুটি বন্দে ভারত চলাচল করছে, একটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং অন্যটি হাওড়া থেকে পুরী। তবে উল্লেখযোগ্য বিষয় হলো একই ট্রেন হলেও এই দুটি ট্রেনের ভাড়ায় রয়েছে বিরাট পার্থক্য।

হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াতকারীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য এসি চেয়ারকারের পিছনে খরচ করতে হয় ১৫৬৫ টাকা। এই ভাড়ার মধ্যেই রয়েছে জিএসটি এবং খাবারের দাম। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব হলো ৫৬৫ কিলোমিটার। সেক্ষেত্রে হিসাব করলে কিলোমিটার কিছু খরচ পরে ২ টাকা ৭৭ পয়সা।

একইভাবে যদি হাওড়া থেকে পুরী বন্দে ভারতের এসি চেয়ার কারের ভাড়া ধরা হয় তাহলে যাত্রীদের মাথাপিছু দিতে হয় ১২৬৫ টাকা। হাওড়া থেকে পুরীর দূরত্ব হলো ৫০২ কিলোমিটার। এক্ষেত্রে কিলোমিটারের হিসাব করলে প্রতি কিলোমিটারে খরচ দাঁড়ায় ২ টাকা ৫২ পয়সা। অর্থাৎ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের তুলনায় হাওড়া পুরি বন্দে ভারত প্রতি কিলোমিটারে ২৫ পয়সা সস্তা।

এক্সিকিউটিভ চেয়ারকারের ক্ষেত্রে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হয় ২৮২৫ টাকা। হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে ৫ টাকা। আবার হাওড়া পুরি বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য ভাড়া পড়ে ২৪২০ টাকা। সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ দাঁড়ায় ৮ টাকা ৮২ পয়সা। হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কারের তুলনায় ১৮ পয়সা সস্তা।