৩৮০ টাকাতেই মিটবে শখ! সুযোগ দিচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার একসঙ্গে দেশের ৯টি রূপে নতুন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা হতে চলেছে। এই নয়টি বন্দে ভারতের মধ্যে আবার দুটি বন্দে ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গ। যার মধ্যে একটি যাতায়াত করবে পাটনা ও হাওড়ার মধ্যে এবং অন্য একটি যাতায়াত করবে রাঁচি ও হাওড়ার মধ্যে। স্বাভাবিকভাবেই বাংলার কপাল আরও খুলল নতুন নতুন দুটি বন্দে ভারতের কারণে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন এবং এই ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি। যদিও পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার শখ মেটানো যেতে পারে মাত্র ৩৮০ টাকাতেই। অনেকেই রয়েছেন যাদের শখ থাকলেও টাকার জন্য সেই শখ পূরণ করতে পারেন না, তবে নতুন এই বন্দে ভারত এই সুযোগ দিচ্ছে যাত্রীদের। কিভাবে সেই সুযোগ মিলবে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির জন্য যাত্রীদের ভাড়া হিসাবে যে টাকা খরচ করতে হবে তা হল, পাটনা থেকে হাওড়ার সিসি চেয়ার কারের জন্য খরচ পড়বে ১৫০৫ টাকা। পাটনা থেকে হাওড়ার ইসি অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাসের জন্য ভাড়া পড়বে ২৭২৫ টাকা। পাটনা থেকে দুর্গাপুরের সিসি চেয়ার কারের ভাড়া ১০১০ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১৯১৫ টাকা।

Advertisements

একইভাবে পাটনা থেকে আসানসোলের সিসি চেয়ার কারের ভাড়া ৯৫৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৭৯০ টাকা। পাটনা থেকে জামতারার ভাড়া ক্লাস অনুযায়ী ৮৮০ টাকা এবং ১৬৫০ টাকা। পাটনা থেকে জসিডির ভাড়া ক্লাস অনুযায়ী যথাক্রমে ৭৬৫ টাকা এবং ১৪২০ টাকা। পাটনা থেকে লাকসারাইয়ের ভাড়া ক্লাস অনুযায়ী যথাক্রমে ৫৯০ টাকা এবং ১ হাজার ৭০ টাকা। পাটনা থেকে মোকামার ভাড়া ক্লাস অনুযায়ী যথাক্রমে ৫৫০ টাকা এবং ৯৮০ টাকা।

পাটনা থেকে পাটনা সাহেব পর্যন্ত সিসি চেয়ার কারের ভাড়া ৩৮০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৭০৫ টাকা। এক্ষেত্রে কোনো যাত্রী যদি পাটনা থেকে পাটনা সাহেব পর্যন্ত আসেন এবং তিনি সিসি চেয়ার কারের টিকিট বুক করেন তাহলে তার খরচ পড়বে মাত্র ৩৮০ টাকা। অর্থাৎ এই ৩৮০ টাকাতেই কোন যাত্রী চাইলে পাটনা হাওড়া রুটের বন্দে ভারতে চড়ে পাটনা সাহেব পর্যন্ত এসে নিজেদের শখ পূরণ করতে পারবেন।

Advertisements