নিজস্ব প্রতিবেদন : রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম হলো হাওড়া রেল স্টেশন। এবার এই গঙ্গা পাড়ের রেল স্টেশনটিকে আন্তর্জাতিক মানের রেলস্টেশন করার পরিকল্পনা গ্রহণ করলো ভারতীয় রেল। শতাব্দী প্রাচীন এই রেল স্টেশনের এই প্রস্তুতির বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে প্রশাসন।
গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা যেমন দেশের মানুষদের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িত সেই রকমই ভারতীয় রেল দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিকে আন্তর্জাতিক রেলস্টেশন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই তালিকায় এবার যুক্ত হয়েছে হাওড়া রেল স্টেশন। দেশের মোট ৪০ টি রেল স্টেশনকে এই ধরনের আন্তর্জাতিক রেলস্টেশন করা হবে।
হাওড়া রেল স্টেশনকে এইভাবে আন্তর্জাতিক রেলস্টেশনে পরিণত করা হলে পুরোপুরি ভোল বদলে যাবে স্টেশনের। স্টেশনে যুক্ত হবে এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট থেকে শুরু করে শপিংমল, গেমিং সেন্টার, এলিভেটেড রোড আর জায়গায় জায়গায় থাকছে চলমান সিঁড়ি। এর পাশাপাশি বিমানবন্দরের মত প্রবেশ এবং বাইরে যাওয়ার পথ আলাদা করা হবে।
রেল সূত্রে জানা যাচ্ছে, হাওড়া রেল স্টেশনকে বিমানবন্দরের মতো আধুনিকীকরণ করার জন্য রি মডেলিং এবং রি ডেভেলপমেন্ট কাজ করা হবে। যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্মের উপর আরও একটি তল তৈরি করা হবে। যেখানে রাখা হবে একটি যাত্রী প্রতীক্ষালয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো ওই যাত্রী প্রতীক্ষালয়ে যাত্রীরা সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন।
উপরতলের ওই যাত্রী প্রতীক্ষালয় থেকে যাত্রীরা ট্রেন ধরার জন্য সরাসরি প্ল্যাটফর্মে নামতে পারবেন। আধুনিকীকরণের পাশাপাশি এই ব্যবস্থা চালু হলে এক একটি প্ল্যাটফর্মের ওপর বর্তমানে যে মাত্রাতিরিক্ত চাপ রয়েছে তা অনেক কমে যাবে। এছাড়াও প্ল্যাটফর্ম বৃদ্ধি করে এমন করা হচ্ছে যাতে ২৪ থেকে ২৬ বগি যুক্ত ট্রেন দাঁড়াতে পারে। এই সকল সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে রেলের ৫০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।