Howrah teacher got the best achievement of teaching life: প্রত্যেকটা শিক্ষকের জীবনেই সব থেকে বড় পাওনা হলো জাতীয় সম্মান। প্রতি বছর শিক্ষক দিবসে, ভারত সরকার দেশের সেরা ৫০ জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে (National Teacher Award) ভূষিত করে। এই সম্মাননায় ভূষিত ব্যক্তিরা শিক্ষাক্ষেত্রে তাদের অনন্য অবদানের জন্য স্বীকৃতি পান। এবছর, এই সম্মাননায় ভূষিত হওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ৫০,০০০ জন শিক্ষক মনোনয়ন পেয়েছিলেন।
তাদের মধ্যে থেকে, হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক চন্দন মিশ্রকে দেশের সেরা ৫০ জন শিক্ষকের মধ্যে ২০ নম্বর স্থানে নির্বাচিত করা হয়েছে। চন্দন মিশ্র ২২ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে পরিচিত। তিনি তার ছাত্রদের প্রতি অত্যন্ত উৎসাহী এবং আন্তরিক। তিনি তার ছাত্রদেরকে তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য উৎসাহিত করেন। বাংলার এই শিক্ষকের এত বড় সম্মান (National Teacher Award) সত্যি রাজ্যবাসীর কাছে গর্বের বিষয়।
চন্দন মিশ্রের শিক্ষাদান পদ্ধতি অত্যন্ত উদ্ভাবনী। তিনি তার ছাত্রদেরকে তাদের স্বাভাবিক শেখার উপায়ে শিখতে সাহায্য করেন। তিনি তার ছাত্রদেরকে তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে শিখতে উৎসাহিত করেন। চন্দন মিশ্রের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। তিনি তার ছাত্রদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। চন্দন মিশ্রের এই (National Teacher Award) অর্জনে হাওড়া জেলার শিক্ষাবিদ এবং ছাত্ররা অত্যন্ত গর্বিত। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছেন।
তিনি তার ছাত্রদেরকে তাদের স্বাভাবিক শেখার উপায়ে শিখতে সাহায্য করেন। তার ছাত্রদেরকে তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে শিখতে উৎসাহিত করেন।তিনি সর্বদাই নিজের ছাত্রদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। চন্দন মিশ্রের এই (National Teacher Award) অর্জন ভারতের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার এই অর্জন অন্যান্য শিক্ষকদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে আরও ভালোভাবে শিক্ষাদানের জন্য উৎসাহিত করবে।
৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হয় তাদের বিশেষ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের জন্য এবং তারাই সম্মানিত হন রাষ্ট্রপতির দ্বারা। জাতীয় শিক্ষক সম্মানের মতোই বর্তমান রাজ্য সরকার শিক্ষা রত্ন দিয়ে থাকে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। প্রতি বছরই জেলার বিভিন্ন স্কুল থেকে শিক্ষা জগতে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের পুরস্কৃত করা হয়।