নিজস্ব প্রতিবেদন : আগামী ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করবে হাওড়া নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটির যাত্রা শুরু করার আগে সোমবার হয়ে গেল ট্রায়াল রান। সেই ট্রায়াল রানে এদিন ট্রেনটি ২২ মিনিট লেটে পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। তবে ট্রেনের এই দেরি হওয়া নিয়ে চিন্তিত নয় সাধারণ যাত্রী থেকে আধিকারিকরা।
ট্রেনটি লেট হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত সোমবার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ভোর ৫ টা ৫৫ মিনিটে ট্রায়ালগ শুরু করে ট্রেনটি। ট্রায়াল লাইন চলার সময় সব জায়গাই সর্বোচ্চ গতিবেগে ট্রেনটি ছুটানো হয়নি। এছাড়াও একাধিক রেল স্টেশনে ট্রেনটি এদিন রেলের বিভিন্ন কাজের জন্য দাঁড়ায়। সেই সকল স্টেশনে স্টপেজ থাকবে না।
স্টপেজ না থাকা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ানোর ফলে দেরি হয় বলে মনে করা হচ্ছে। এছাড়াও ট্রায়াল রান চালানোর পরিপ্রেক্ষিতে একাধিক বিষয়ে খতিয়ে দেখা হয়। রেল আধিকারিকরা নতুন এই ট্রেন নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ নিয়ে কোন প্রশ্ন থাকবে না।
রেল সূত্রে জানা যাচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি হাওড়া রুটে যে বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছুটবে তার সর্বোচ্চ গতিবেগ আপাতত ঘন্টায় ১১০ কিলোমিটার থাকবে। এই গতিবেগেই শতাব্দি এক্সপ্রেস ছুটে। যদিও আগামী তিন চার মাসের মধ্যে গতিবেগ আরও বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
রেল আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার হলেও কোন রুটে ট্রেনের গতিবেগ কত থাকবে তা নির্ভর করছে সেই রুটের ট্র্যাকের উপর। সেক্ষেত্রে এই রুটে সর্বোচ্চ ১১০ কিলোমিটার মূর্তি বেগে ট্রেনটি ছুটবে।