পুরি নয়, জানা গেল হাওড়া থেকে পরের বন্দে ভারত চলবে কোন রুটে!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন দেশের ১০ হাজারের বেশি ট্রেন লক্ষ লক্ষ যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। ভারতীয় রেলের তরফ থেকেও পরিষেবার চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সেই সকল পরিবর্তনের ফল হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

ভারতের ইতিমধ্যেই এক ডজনের বেশি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলাচল করছে। সেই সকল রুটের মধ্যে একটি রুট রয়েছে বাংলায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া একটি বন্দে ভারত সপ্তাহে ছয় দিন যাতায়াত করে থাকে। তবে শুধু একটি নয়, খুব তাড়াতাড়ি আরও তিনটি বন্দে ভারত আসছে বাংলায়।

নতুন যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় আসতে চলেছে সেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি কোন রুটে চলবে তা নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমদিকে শোনা যাচ্ছিল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে হাওড়া থেকে পুরি। তবে এবার যে খবর মিলছে তাতে পুরি নয় বরং তা ছুটবে অন্য একটি রুটে।

পূর্ব রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে হাওড়া থেকে পরবর্তী বন্দে ভারত ছুটতে পারে হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা। তবে এই বিলাসবহুল ট্রেনটি এই রুটে কবে থেকে যাতায়াত শুরু করবে তা সম্পর্কে এখনো পর্যন্ত স্থির ভাবে কিছু জানানো হয়নি রেলের তরফ থেকে। যদিও সূত্র দাবি করছে এই রুটেই হাওড়া থেকে পরবর্তী বন্দে ভারত ছুটবে।

ইতিমধ্যেই পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিভিন্ন রুটে বন্দে ভারত চালানোর জন্য আবেদন জানানো হয়েছে। সেই সকল রুটগুলির মধ্যে রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-কটক, হাওড়া-বারাণসী, হাওড়-পটনা ও নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়। তবে এই মুহূর্তে হাওড়া থেকে পাটনা বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।