নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS 2024) অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা আগে শুরু এবং শেষ হয়। মূলত সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখেই পরীক্ষার দিন এগিয়ে আনা হয়েছিল। ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এখন ফলাফল অর্থাৎ রেজাল্টের (HS Result 2024) অপেক্ষা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্টের অপেক্ষায় কেবল পরীক্ষার্থীরা নন, বসে রয়েছেন অভিভাবকরাও। কারণ উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করেই উচ্চস্তরের পড়াশুনো কোন দিকে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে পরিকল্পনা এবং পরিকল্পনামাফিক কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এসবের মধ্যেই জানা যাচ্ছে, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।
চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের পর তাদের নম্বর পরীক্ষকরা অনলাইনে জমা করবেন। অনলাইনে জমা করার পাশাপাশি হার্ড কপিও রাখা হবে। তবে অনলাইনে জমা করার এই প্রযুক্তি এই বছর প্রথম ব্যবহার করা হচ্ছে। এর জন্য সংসদের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হবে বলেই জানা যাচ্ছে। সেখানেই পরীক্ষকরা পরীক্ষার্থীদের রোল নম্বর এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেবেন। এই প্রক্রিয়ায় আগের তুলনায় অনেক দ্রুত ফলাফল সামনে আসবে।
নতুন প্রযুক্তি বা প্রক্রিয়ার ব্যবহারের ফলে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বেশ তাড়াতাড়ি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেই আশা করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও তিনি এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘোষণা করেননি। তবে তিনি জানিয়ে দিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
তবে পরীক্ষার ফলাফলের দিন জানানো না হলেও গত বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বলা যায়, চলতি বছর মে মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়ে যাবে। কেননা গত বছর পরীক্ষা শেষ হয়েছিল মার্চ মাসের শেষের দিকে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ২৪ মে। চলতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর সেই হিসাবে মে মাসের শুরুর দিকে অথবা এপ্রিল মাসের শেষের দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।