নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই অর্থাৎ ২৪ মে বুধবার প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS 12th Result 2023)। এই বছর বুধবার দুপুর ১২টার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে এই বছরের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করার পাশাপাশি মেধা তালিকা সামনে আনবেন। অন্যান্য বছরের মতো এই বছরও ওয়েবসাইট, অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে।
অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের বেশ কিছু তথ্য হাতের কাছে রাখতে হবে। সেই সকল তথ্যের মধ্যে রয়েছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে। অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার জন্য এই দুটি নম্বর হাতে রাখা অত্যন্ত জরুরি।
এর পাশাপাশি অনলাইনে রেজাল্ট দেখার ক্ষেত্রে স্কুলের নাম এবং কোড প্রয়োজন হলেও হতে পারে। সংসদের ওয়েবসাইটে গেলে এই সকল বিভিন্ন তথ্য পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। অনলাইনে ফলাফল দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মূলত দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। ওই দুটি ওয়েবসাইট হলো www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in। এছাড়াও ফলাফল দেখা যাবে www.results.shiksha ওয়েবসাইটেও।
আরও পড়ুন : ২০২৩-এ কোন কোন দিন ছুটি থাকবে স্কুল, তালিকা প্রকাশ করলো পর্ষদ
অনলাইনে ফলাফল দেখার জন্য সংসদের তরফ থেকে উল্লেখ করে দেওয়া ওয়েবসাইটগুলিতে যেতে হবে এবং সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য আলাদা করে লিঙ্ক দেওয়া থাকবে। যে লিঙ্কে ক্লিক করলেই পরীক্ষার্থীদের থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে এবং সেগুলি সঠিকভাবে দিয়ে সাবমিট করে দিতে হবে।
ওয়েবসাইট ছাড়াও www.results.shiksha এর মোবাইল অ্যাপ যেটি গুগল প্লে স্টোর এবং তাদের ওয়েবসাইটে রয়েছে সেখান থেকেও ফলাফল দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএস করেও পরীক্ষার ফলাফল জানা যাবে। এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানার জন্য টেক্সট মেসেজে লিখতে হবে WB12 এবং তারপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা পাঠিয়ে দিতে হবে 5676750 বা 58888 নম্বরে। পরীক্ষার ফলাফল বুধবার অনলাইনে দেখা গেলেও সংসদের তরফ থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে ৩১ মে।