নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিস (Reliance Industries) এখন ভারতের মাটিতে একের পর এক বিপ্লব তৈরি করে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা বৃদ্ধি করার পাশাপাশি যেমন তাদের সম্পত্তি দিন দিন ফুলেফেঁপে উঠছে ঠিক সেই রকমই বিনিয়োগকারীদেরও একের পর এক সুখবর তাদের সংস্থা। স্টক মার্কেটে গত পাঁচ দিনে রীতিমতো ঝড় তুলেছে মুকেশ আম্বানির স্টক।
মুকেশ আম্বানির সংস্থা স্টক মার্কেটে এইভাবে ঝড় তোলার ফলে তা এখন বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী রূপে হাজির হয়েছে। গত সপ্তাহের দিকে নজর রাখলে দেখা যাবে, রিলায়েন্সে যে সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তারা মাত্র পাঁচ দিনের বিনিয়োগে ২৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। টাকার অংকের এই পরিমাণ দেখলেই স্পষ্ট বিনিয়োগকারীরা কতটা লাভ করেছেন গত সপ্তাহে।
দেশের ১০ টি বৃহত্তম কর্পোরেশনের মধ্যে চারটি কর্পোরেশন তাদের বাজার মূলধনের নিরিখে প্রত্যক্ষ মূলধন বৃদ্ধি করেছে। অন্যদিকে বাকি ছয়টি কর্পোরেশন বাজার মূলধনের নিরিখে তাদের বাজার মূল্য হ্রাস পেয়েছে। এই বিষয়ে সবার আগে এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড ছাড়াও আরও তিনটি কোম্পানি মূলধন লাভের নিরিখে এগিয়ে রয়েছে।
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ছাড়াও এগিয়ে রয়েছে ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। লাভজনকের তালিকায় এই চারটি কোম্পানি এখন এগিয়ে রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের মূলধন এই মুহূর্তে বেড়ে হয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৯০৭.৩৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ২৬ হাজার ১৪.৩৬ কোটি টাকার বেশি।
তবে শুধু রিলায়েন্স নয়, এর পাশাপাশি বিপুল সম্পত্তি বেড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক সহ ভারতী এয়ারটেল এবং আইসিআইসিআই ব্যাংকেরও। সম্প্রতি বৃদ্ধির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, তাদের সম্পত্তি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। ভারতী এয়ারটেলের সম্পত্তি বেড়েছে ১৪১৩৫ কোটি টাকার বেশি। এছাড়াও আইসিআইসিআই ব্যাংকের সম্পত্তি বেড়েছে ৫০৩৮ কোটি টাকার বেশি।