নিজস্ব প্রতিবেদন : ধনকুবেরদের তালিকায় ভারতের যে সকল শিল্পপতিদের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম হলেন গৌতম আদানি (Gautam Adani)। তিনি যেভাবে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তাতে রীতিমতো হতচকিত হয়ে পড়েছিল গোটা বিশ্ব। তবে এই সাম্রাজ্যে হঠাৎ চলতি বছর শুরুর দিকে বড়সড় আঘাত হেনেছিল হিন্ডেনবার্গ রিপোর্ট। যে রিপোর্টের পর আদানির সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তবে এখন এই রিপোর্ট অতীত, কেননা একদিনেই বিশ্ব ধনী তালিকায় ওলট-পালট করে দিলেন আদানি।
আদানি গ্রুপের (Adani Group) কর্ণধার গৌতম আদানি মূলত একদিনে যে পরিমাণ সম্পত্তি বৃদ্ধি করেছেন তার পরিপ্রেক্ষিতেই বিশ্ব ধনী তালিকায় ফের একবার ভূমিকম্প দেখা গেল। বিশ্ব ধনী তালিকা থেকে ছিটকে যাওয়া গৌতম আদানি ফের একবার স্বমহিমায় প্রথম ২০-তে নিজের উপস্থিতি উপলব্ধি করালেন। এর পাশাপাশি তিনি ফের একবার ভারতের দ্বিতীয় ধনী শিল্পপতি হয়ে উঠেছেন।
ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার একদিনে গৌতম আদানির সম্পত্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এমনটা সম্ভব হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ওই দিন গৌতম আদানি ৬.৫ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ হাজার কোটি টাকা রোজগার করেছেন। একদিনে এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির কারণে গৌতম আদানির সম্পত্তি বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৬.৭ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার সমান।
মঙ্গলবারের এত পরিমাণ টাকা রোজগার আগে গৌতম আদানি বিশ্ব ধনকুবেরদের তালিকায় ছিলেন ২২ নম্বরে। একদিনে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির ফলেই তিনি এখন উঠে এসেছেন ২০ নম্বরের মধ্যে। আচমকা তার এমন কামব্যাকের পরিপ্রেক্ষিতে তার কাছে পিছিয়ে পড়েছেন জুলিয়া ফ্লেশার কোচ অ্যান্ড ফ্যামিলি, চিনের ঝং শানশান এবং আমেরিকার চার্লস কোচ। কিভাবে আদানি একদিনে এত টাকা রোজগার করতে সক্ষম হলেন?
আসলে শেয়ার মার্কেটে মঙ্গলবার আদানি গোষ্ঠীর শেয়ারগুলি ব্যাপক বৃদ্ধি পায় এবং তার পরিপ্রেক্ষিতেই এমনটা ঘটেছে। আদানি গোষ্ঠীর এই মুহূর্তে ১০টি শেয়ার শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে। ঐদিন আদানি গোষ্ঠীর স্টক অন্ততপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি পায়। এই মুহূর্তে কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ১ লক্ষ টাকা বৃদ্ধির রেকর্ড হয়েছে। শুক্রবার যেখানে মার্কেট মূলধন ছিল ১০ লক্ষ ২৭ হাজার ১১৪.৬৭ কোটি টাকা সেই জায়গায় মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১ লক্ষ ৩১ হাজার ৯৬ কোটি টাকা।