Train Cancellation: দীঘা সহ একের পর এক রুটের ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা এই সকল রুটে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দফায় দফায় দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) বিভিন্ন ট্রেন বাতিল থাকবে এমনই জানা যাচ্ছিল। তবে ট্রেন বাতিলের যে লম্বা চওড়া দিনক্ষণ পাওয়া গিয়েছিল তা হয়নি। রেলের তরফ থেকে ওই সকল খবর ভুয়ো বলে দাবি করা হয়েছিল। তবে এবার সত্যি সত্যিই ট্রেন বাতিল (Train Cancellation) হতে চলেছে আর সেই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করল রেল।

দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে কাজের জন্য রেলের তরফ থেকে ২০২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিদিনই যে এই সকল ট্রেন বাতিল থাকবে এমন নয়। মূলত ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কাজ চলার কারণে বিক্ষিপ্তভাবে ট্রেনগুলি বাতিল থাকবে। এক্ষেত্রে কোনদিন দুটি, তো আবার কোনদিন ১০ টি, আবার কোনদিন ৭০ টি লোকাল ট্রেন বাতিল রাখা হবে। লোকাল ট্রেন ছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত অথবা ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রযুক্তিগত উন্নয়নের জন্য আন্দুল স্টেশনে কাজ চলবে বলে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেল সূত্রে। আর এরই পরিপ্রেক্ষিতে স্বাভাবিক কাজ চালানোর জন্য এই সকল ট্রেন বাতিল অথবা যাত্রা পথ সংক্ষিপ্ত অথবা ঘুরপথে চালানো হবে। তবে আগে যেভাবে টানা ১০ দিন মতো বিভিন্ন ট্রেন বাতিল রাখার খবর শোনা গিয়েছিল তা হচ্ছে না। যে কারণে এমন ট্রেন বাতিলের ঘটনায় যাত্রী ভোগান্তি হয়তো থাকবেই কিন্তু তা অনেকটাই কম হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Accident inside Train: চলন্ত ট্রেনের লোয়ার বার্থেও বিপত্তি! শোয়ার আগে সব দেখে না নিলে মটকে যাবে ঘাড়

রেল সূত্রে জানা গিয়েছে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কাজ চলার কারণে ট্রেন বাতিল অথবা ঘুরপথে চালানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জুন থেকে কাজ শুরু হলেও ঐদিন থেকেই যে বিপুল সংখ্যক ট্রেন বাতিল থাকবে তা নয়। ধীরে ধীরে ট্রেন বাতিলের সংখ্যা বৃদ্ধি করা হবে। সবথেকে বেশি ট্রেন বাতিল থাকবে ৫ ও ৬ জুলাই। যে কারণে ওই দুদিন যাত্রীদের সবচেয়ে ভোগান্তির আশঙ্কা সব থেকে বেশি।

যে সকল দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে তার মধ্যে অন্যতম একটি হলো ১২৮৫৭/১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে দিঘা পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে থাকে। রেলের কাজ চলার কারণে ৩০ জুন এবং ২ ও ৬ জুলাই ট্রেনটি বাতিল থাকবে।