নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের শুরুটা একবার দেখুন! এই বছর যেমন শীত পড়েছিল, ঠিক সেই রকমই পড়েছে গরম। আর এই গরম শেষে আবার এমন ঝেঁপে বৃষ্টি আসবে, যা গত কয়েক বছরে বেশ কিছু দেশের মানুষ চোখে দেখেননি। হ্যাঁ, হাওয়া অফিসের তরফ থেকে এমনই মেগা আপডেট দেওয়া হল। ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস মিলেছে তার পিছনে রয়েছে লা নিনা (La Nina Monsoon Update)।
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, এনসো জলবায়ুর যে তিনটি পর্যায় রয়েছে তার মধ্যে একটি হল এল নিনো, যেটি উষ্ণ অবস্থাকে বলা হয়। অন্যদিকে লা নিনা নিরপেক্ষ ও শীতল অবস্থাকে বলা হয়ে থাকে। আইএমডির তরফ থেকে জানানো হয়েছে, জুন মাসেই এনসো নিরপেক্ষ অবস্থায় আবিভূত হবে এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তা লা নিনায় রূপান্তরিত হবে। আর এই ফলে এই বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে যখন বাতাসের চাপ কমে যায় তখন যে পরিস্থিতি তৈরি হয় তাকে লা নিনা বলে। আর এই পরিস্থিতি বিশ্বের তাপমাত্রাকে বেশ প্রভাবিত করে। এই পরিস্থিতির ফলে কেবলমাত্র বেশি বৃষ্টি হয় এমনটা নয়, এর পাশাপাশি শীতের প্রকোপও দেখা যায়। হাওয়া অফিসের তরফ থেকে যা জানা যাচ্ছে তাতে চলতি বছর এই লা নিনার প্রভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃষ্টি হবে।
লা নিনার প্রভাবে ভারতবর্ষের যে সকল জায়গায় প্রভাব পড়বে তা হল, দক্ষিণ উপদ্বীপ ও মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ থাকবে স্বাভাবিক। উত্তর-পশ্চিম ভারতেও বৃষ্টি হবে স্বাভাবিক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অন্যান্য জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর ফলে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। বন্যা থেকে শুরু করে ভূমিধস, মেঘ বিস্ফোরণ অনেক কিছুই হতে পারে।
প্রচন্ড বৃষ্টির পাশাপাশি লা নিনা ঘূর্ণিঝড়ের প্রবণতাকেও অনেকটাই বৃদ্ধি করে। লা নিনা চলাকালীন বঙ্গোপসাগর ও আরব সাগর অর্থাৎ ভারত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি করে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেলেই ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়ে যায়। আর এসবের কারণে এই বছর একদিকে যেমন তীব্র গরমের মুখোমুখি হয়েছে ভারতের বিভিন্ন জায়গা, ঠিক সেই রকমই আবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও।