Yusuf Ali: মানবদরদী ইউসুফ আলি, কেরালার বিধবার ৮ লক্ষ টাকার ঋণশোধ, মহৎ হৃদয়ের এই শিল্পপতির অবিশ্বাস্য কীর্তি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Yusuf Ali: কেরালার এক অসহায় বিধবার জীবনে নেমে এসেছিল চরম দুঃসময়। প্রয়াত স্বামীর ঋণ হয়ে দাঁড়ায় এক দুর্বিষহ বোঝা, যা সুদে বেড়ে ৮ লক্ষ টাকায় পৌঁছে যায়। সন্তানদের নিয়ে নিরুপায় সেই মহিলা বাড়ি হারানোর দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিলেন। তাঁর চোখে ছিল অশ্রু, জীবনে আশার আলোও ছিল ক্ষীণ। ঠিক সেই সময়ই মহিলার জীবনে আশীর্বাদ হয়ে আসেন লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলি (Yusuf Ali)। শিল্পপতি হিসেবে তিনি যতই সাফল্যের শিখরে পৌঁছান না কেন, মানবতার সেবায় তিনি সবসময় প্রস্তুত। নিজের উদ্যোগে তিনি মিটিয়ে দেন ৮ লক্ষ টাকার ঋণ এবং মহিলাকে নতুন জীবন শুরু করতে আরও ১০ লক্ষ টাকা সাহায্য করেন।

Advertisements

এই ঘটনা শুধুই একটা সাহায্যের গল্প নয়। ইউসুফ আলির মানবিকতা এবং হৃদয়ের উদারতা বারবার তাঁকে জনসাধারণের দৃষ্টিতে এক ‘দৈবিক ত্রাতা’ করে তুলেছে। শুধু ব্যবসার জগতে নয়, মানবতার ইতিহাসেও তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেরালার এই বিধবা মহিলার মতো আরও অনেকেই পেয়েছেন ইউসুফের (Yusuf Ali) সাহায্যের হাত। যার ফলশ্রুতিতে আজ তাঁকে কেরালার গৌরী সেন বলে ডাকা হয়।

Advertisements

ইউসুফ আলি নিজেকে শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেননি, বরং দানশীলতা ও উদারতার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তাঁর ব্যবসার সাফল্যের মতোই হৃদয়ের বিশালতা লক্ষণীয়। এমন বহু ঘটনা রয়েছে যেখানে ইউসুফ কেবল অর্থনৈতিক সহায়তা দিয়েই ক্ষান্ত হননি, বরং বিপদে পড়া মানুষদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন।

Advertisements

আরো পড়ুন: পুজোর মরশুমে বিশেষ উপহার, Jio-র নতুন রিচার্জ প্ল্যানে সুস্বাদু খাবার এবং বিনোদনের পূর্ণ ডোজ

ভারতে যেখানে রতন টাটার মতো মহান ব্যক্তিত্বরা সাধারণ মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, ইউসুফ আলিও একই পথে চলেছেন। তাঁকে রতন টাটার সঙ্গে তুলনা করা হলে ভুল হবে না, কারণ তাঁর মহত্ত্ব এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা প্রশ্নাতীত। এই ধরণের মহান কাজের জন্যই ইউসুফ আলি বারবার প্রমাণ করেছেন, একজন প্রকৃত শিল্পপতি কেবল নিজের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কাজ করেন না, বরং তাঁর সাফল্যকে মানবতার সেবায় ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদন করেন। বিপদগ্রস্ত, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দেওয়া, এটাই তাঁর প্রধান লক্ষ্য।

নিজের সম্পদ ও প্রতিপত্তি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং তা সমাজের সর্বস্তরের মানুষের জন্য ব্যবহৃত হওয়াই উচিত বলে তিনি বিশ্বাস করেন। তাঁর উদারতা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে একজন ব্যতিক্রমী নেতা ও শিল্পপতিতে পরিণত করেছে। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত সাফল্য শুধুমাত্র আর্থিক লাভে নয়, বরং সমাজের উন্নয়ন ও মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার মধ্যেই নিহিত। ইউসুফ আলি (Yusuf Ali) বারবার দেখিয়েছেন যে, একজন সত্যিকারের মহান ব্যক্তি সেই, যিনি নিজের সম্পদকে মানুষের জন্য ব্যয় করতে পারেন এবং এর মাধ্যমেই তিনি জীবনে সত্যিকার সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হন।

Advertisements