নিজস্ব প্রতিবেদন : ছোট্ট হামিংবার্ড পাখি সম্পর্কে অনেকেই বহু কিছু জানেন। এই পাখিটি তার ঠোঁটের জন্য অত্যন্ত সুন্দর দেখায়। এই পাখিটি তার ঠোঁটের জন্য যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর তার রংবেরঙের চোখ ধাঁধানো পালকের জন্য। হামিংবার্ড যেভাবে উড়ন্ত অবস্থায় ডানা ঝাপটে পোকামাকড় খেয়ে থাকে তা দেখার মত।
হামিংবার্ড পাখি সম্পর্কে এই সকল নানান তথ্য জানা থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড হয়েছে যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শকদের সামনে। এই ভিডিওটিতে দেখা গিয়েছে একটি হামিংবার্ড পাখিকে চটপট ঘাড় নাড়াতে আর তার এই ঘাট নাড়ানোর সময় চটপট তার পালকের রং পরিবর্তন হতে।
প্রাণীদের মধ্যে গিরগিটি যেমন রং বদলাতে পারে ঠিক সেই রকমই এই হামিংবার্ড পাখি নিজেদের রং বদলাতে পারে। এই পাখির এইভাবে রং বদলানোর বিষয়টি অনেকের কাছেই অজানা। হামিংবার্ড পাখির এই ধরনের রং বদলানোর ভিডিওটি ভাইরাল হগ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতের আঙ্গুলের উপর বসে রয়েছে ওই ছোট্ট পাখিটি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, হাতের মধ্যে বসে থাকা অবস্থায় পাখিটিকে ঘাড় এদিক ওদিক করে ঘোরাতে। যখনই সে তার ঘাড় এদিক ওদিক করে ঘোরাচ্ছে সেই সময় তার পালকের রং বদলে যাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে কখনো সবুজ, কখনো গাঢ় গোলাপি, কখনো আবার কাল ইত্যাদি রং ধারণ করছে ওই পাখিটি।
এই হামিংবার্ড পাখি সুরকাভ প্রজাতির অন্তর্গত হয়ে থাকে। এই ধরনের পাখিরা ডানদিক থেকে বাঁদিকে ঘাড় ঘোরানোর সময় তাদের রং পরিবর্তন হয়ে থাকে। সত্যি বলতে সচরাচর এই ধরনের পাখির এমন রং পরিবর্তন নজরে আসে না। যে কারণে এই ভিডিওটি না দেখলে মিস করতে হবে হামিংবার্ডের রং পরিবর্তন।