Hyundai is going to launch Creta EV in the market very soon: ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এই চাহিদা মেটাতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অত্যাধুনিক প্রযুক্তি সহযোগে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে। পেট্রোল ডিজেলের অত্যাধিক দামের কারণে ইলেকট্রিক গাড়িকে অনেক বেশি সহজলভ্য ও সাশ্রয় কারী গাড়ি বলে মনে করছে সাধারণ মানুষ। আর তাই বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। বাড়ছে কোম্পানিগুলোর প্রতিযোগিতাও। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের গাড়ি বাজারে লঞ্চ করা হয়েছে একাধিক কোম্পানি তরফ থেকে। এইবার ইলেকট্রিক গাড়ির বাজারে হুন্ডাই (Hyundai EV) নিয়ে এলো এক আকর্ষণীয় চমক।
হুন্ডাই কোম্পানির একটি জনপ্রিয় মডেল ক্রেটা। ইতিমধ্যে একাধিক রেকর্ড ভেঙেছে গাড়িটি। হুন্ডাই কোম্পানি মাত্র ৩ মাসের মধ্যে ১ লাখেরও বেশি অর্ডার পেয়েছে এই গাড়িটির জন্য। ক্রেটার ইলেকট্রিক সংস্করণ বাজারে আনতে চলেছে হুন্ডাই (Hyundai EV)। রাস্তায় গাড়িটির টেস্ট রান করতেও দেখা গেছে ক্রেটার নতুন ইলেকট্রিক সংস্করণ ক্রেতা, লং রেঞ্জের পাশাপাশি একাধিক অত্যাধুনিক ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা নিয়ে আসতে চলেছে। আর তাই গাড়ি প্রেমীরা এই গাড়িটিকে নিয়ে এখন থেকে উৎসাহী হয়ে উঠেছেন। টাটা মোটরসের তরফ থেকে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করা হয়েছে, মারুতি কোম্পানি ২০২৫ সালে একটি ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে।
টাটা মোটরস বা মারুতি ছাড়াও এমজি কমেট, কিয়া ইভি সিক্স এর মতন বেশ কিছু কোম্পানির তরফ থেকে ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করা হয়েছে। বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক গাড়ি গুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে টাটা টিয়াগো ইভি, এমজি কমেট, টাটা পাঞ্চ ইভি, টাটা নেক্সন ইত্যাদি গাড়িগুলি। এই তালিকায় খুব শীঘ্রই নিজের নাম নথিভুক্ত করতে চলেছে হুন্ডাই কোম্পানির নতুন সংস্করণ ক্রেটা ইভি (Hyundai EV)।
আরও পড়ুন ? Discount on TATA Punch EV: দুর্দান্ত অফার! এবার TATA Punch EV কিনলেই মিলবে হাজার হাজার টাকা ছাড়
হুন্ডাই কোম্পানির নতুন সংস্কার ক্রেতা ইভি (Hyundai EV) সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, গাড়িটির ইন্টেরিয়র ডেকোরেশন হবে নজর কারা। যদিও গাড়িটির বাইরের লোক একই রকম রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। গাড়িটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু সেফটি ফিচার যেমন ৩৬০ ডিগ্রি ক্যামেরা, দুটো অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইত্যাদি ইলেকট্রিক পাওয়ার এর উপর নির্ভর করে পর্যাপ্ত পরিমাণে আধুনিক ফিচারস এবং বিভিন্ন বিষয়ের স্পেসিফিকেশন পাওয়া যাবে এই গাড়িটিতে।
৬০ কিমি পার আওয়ার ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকতে পারে ক্রেটা ইভিতে (Hyundai EV) গাড়িটিকে একবার ফুল চার্জ করলে ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার অব্দি রান করতে পারবে গাড়িটি। এই মুহূর্তে টাটা কোম্পানির গাড়িতে এই সুবিধা পাওয়া যাচ্ছে তবে ক্রেটা ইভের দাম কত হতে পারে সেই নিয়ে নিশ্চিতভাবে এখনো কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে। ২২ লাখ থেকে ২৬ লাখ টাকা অব্দি দাম হতে পারে গাড়িটির। এমনি ধারণা করছে বিশিষ্টজনেরা। পেট্রোলের গাড়ির থেকেও ইলেকট্রিক গাড়ির দাম বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও, এই ইলেকট্রিক গাড়িতে অনেক অতিরিক্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে। যদি গাড়িটির দাম ও সুযোগ সুবিধা মানুষের ধরা ছোয়ার মধ্যে থাকে তবে ক্রেতা ই ইলেকট্রিক গাড়ির বাজারে এক নতুন আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে আশা কর্তৃপক্ষের।