IAS Pradeep Singh is the first in UPSC to study at tiffin time while working: ভারতবর্ষের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন দেশের লাখ লাখ ছাত্র-ছাত্রী। আইএএস বা আইপিএস অফিসার হবার স্বপ্ন নিয়ে লড়াই করছেন সকলে। কঠোর পরিশ্রম ছাড়া ইউপিএসসি ক্র্যাক করার আর কোন পথ নেই। তাই চাকুরীরত এক শিক্ষার্থী অফিসের টিফিন আওয়ার্সটিকেই বেছে নিয়েছিলেন পড়াশোনার সময় হিসেবে। আর এভাবেই ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন হরিয়ানার প্রদীপ সিং (IAS Pradeep Singh)।
২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন প্রদীপ সিং (IAS Pradeep Singh)। তাঁর বাড়ি হরিয়ানার সোনিপাত জেলার তেওয়ারি গ্রামে। বিএসসি সম্পূর্ণ করার পর এমএসসি ডিগ্রী অর্জনের জন্য পড়াশোনা শুরু করেন প্রদীপ। পাশাপাশি একটি ট্যাক্স কোম্পানিতে চাকরি ও পেয়ে যান। কিন্তু এইটুকুতে তাঁর মন ভরছিল না। তাই জন্য এমএসসি পড়াকালিন শুরু করেন ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। প্রদীপ সিংয়ের বাবা তেওয়ারি গ্রামের পঞ্চায়েত প্রধান। পেশায় তিনি একজন কৃষক।
প্রদীপ সিং (IAS Pradeep Singh) তাঁর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন স্থানীয় সরকারি স্কুল থেকে। সেখানে সপ্তম শ্রেণী অব্দি পড়ার পর ভর্তি হন সম্ভু দয়াল মডার্ন স্কুলে। এরপর সোনিপাত স্কুল থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হন প্রদীপ। এরপর বিএসসি উত্তীর্ণ হবার পর, এমএসসির জন্য পড়াশোনা শুরু করেছিলেন তিনি। এমএসসি চলাকালীন একটি ট্যাক্স কোম্পানিতে চাকরিও করছিলেন একই সময়। একদিকে এমএসসির পড়াশোনা, অন্যদিকে অফিসে কাজের চাপ তারই মাঝে সময় বের করে ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
আরও পড়ুন ? IAS Bratati Dutta: তিন বছরের চেষ্টায় UPSC ক্র্যাক! বাংলার গর্ব সাদামাটা ব্রততী
অফিসের ফাঁকা সময় বসে বই পড়া হয়তো সেভাবে সম্ভব ছিল না। কিন্তু ইউটিউব ভিডিও দেখেই পড়াশোনা চালিয়ে যেতে থাকেন প্রদীপ সিং (IAS Pradeep Singh)। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউপিএসসি পাস করার জন্য টাইম ম্যানেজমেন্ট খুব জরুরী একটি বিষয়। প্রদীপ তাঁর অফিসের কাজে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেন, যাতে একটু হলেও পড়ার সময় বের করতে পারেন। অফিসের কাজ, এমএসসির পড়াশোনা সবকিছুর ফাঁকে যেটুকু অবসর সময় পেতেন এক মুহূর্ত নষ্ট করেননি তিনি। নির্দিষ্ট কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে, পড়াশোনার জন্য সময় বের করার চেষ্টা করতেন প্রতিনিয়ত। কখনো অফিসে কাজ কম থাকলে সিনিয়রদের থেকে ছুটি চেয়ে সময়ের আগেই বাড়ি ফিরে আসতেন প্রদীপ, শুধুমাত্র পড়াশোনা করার জন্য।
এই লড়াইয়ে অফিসের সহকর্মীরাও তাকে খুবই সাহায্য করেছে। না একবারেই সাফল্য পেয়ে যাননি তিনি। পরপর ৪ বার পরীক্ষা দিয়েছিলেন ইউপিএসসি পাশ করার জন্য। চতুর্থবার ২০১৯ সালে ইউপিএসসি ক্র্যাক করেন প্রথম স্থান অধিকার করে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইউপিএসসি সময় চায়। অনেক কঠোর পরিশ্রম এবং সময় দিতে হয় এই পড়াশোনার পেছনে। কিন্তু তারপরও চাকরি সামলে কোন বিশেষ প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের সাহায্যে ইউপিএসসির মতো বড় পরীক্ষা ক্রাক করেন হরিয়ানার প্রদীপ সিং (IAS Pradeep Singh)।