IAS Sreenath K: কুলির কাজ, স্টেশনের ফ্রি ওয়াইফাইয়ে পড়াশুনা! সেই শ্রীনাথই আজ IAS অফিসার

Prosun Kanti Das

Published on:

IAS Sreenath K works as a coolie and studies on the station’s free wifi: একাগ্রচিত্তে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই পূরণ হয়। তারই নিদর্শন পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে। সত্যি চেষ্টা করলে বহু অসম্ভব কাজ সম্ভব করা যায়। সমস্ত প্রতিবন্ধকতাই হার মানবে আপনার ইচ্ছা শক্তির কাছে। নিজের জীবন দিয়ে এমনটাই বুঝিয়ে দিয়েছেন শ্রীনাথ। আসলে কে এই শ্রীনাথ? তিনি একজন আইএএস অফিসার (IAS Sreenath K)। জানলে অবাক হয়ে যাবেন আইএএস অফিসার হওয়ার আগে তিনি ছিলেন একজন কুলি। দিন-রাত তিনি স্টেশনে যাত্রীদের মালপত্র বইতেন। কিভাবে পূরণ হলো তার এই স্বপ্ন আসুন জেনে নিই বিস্তারিতভাবে।

শ্রীনাথ হলেন আসলে কেরলের মুন্নারের বাসিন্দা (IAS Sreenath K)। তিনি একটি হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। বরাবরই তার চোখে স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন থাকলেও তা পূরণ করার উপায় ছিল না। তার প্রথম চিন্তা ছিল পেটের চিন্তা করা। কেরলের এরনাকুলাম রেল স্টেশনে কুলির কাজ করতেন শ্রীনাথ। শ্রীনাথ হলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। সেইজন্য রোজ দুই শিফ্টে কাজ করতেন। শ্রীনাথ এর দৈনিক আয় হলো ৪০০-৫০০ টাকা।

কিন্তু নিজের স্বপ্নকে তিনি ছেড়ে দেননি। কুলির হবার পর ইউপিএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্ন ছড়েননি তিনি (IAS Sreenath K)। তার নামিদামি ইনস্টিটিউটে পড়ার মতো সামর্থ ছিল না। সেইজন্য ইউটিউব দেখেই পড়াশোনা করতে তিনি। সরকার প্রথম ২০১৬ সাল থেকে সমস্ত বড় রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করেন, সেই সময় থেকেই স্টেশনে পড়াশোনা করতেন শ্রীনাথ। এমনকি পড়ার জন্য তিনি মুম্বাই আসেন।

আরও পড়ুন 👉 Indrajit Dan: বাবা গ্যাস গোডাউনের অস্থায়ী কর্মী! ছেলের উচ্চমাধ্যমিকে ৪৮১, লক্ষ্য UPSC

পড়ার জন্যই তিনি মুম্বই সেন্ট্রাল স্টেশনে কুলির কাজ শুরু করেন। সেই স্টেশনে শ্রীনাথ (IAS Sreenath K)কাজের ফাঁকেই ফ্রি ওয়াই-ফাই-তে পড়াশোনা করতে শুরু করেন। ইউপিএসসি-র প্রস্তুতি নেবার জন্য সাহায্য নেন ইউটিউবের ভিডিওর।

প্রথমবার শ্রীনাথ ইউপিএসসি পরীক্ষা দেননি, তিনি বসেছিলেন কেরল পাবলিক সার্ভিস কমিশনে। তার অদম্য চেষ্টার ফলে প্রথম চেষ্টাতেই কেরল পাবলিক সার্ভিস কমিশন পাশ করেন এবং চাকরি পান। তবে তার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, সেই কারণেই চাকরি করার মাঝেই ইউপিএসসি-র প্রস্তুতি নিতে শুরু করেন। তিনবার ব্যর্থ হবার পর চতুর্থ চেষ্টায় ইউপিএসসি পাশ-ও করেন এবং আইএএস অফিসার হন শ্রীনাথ।