মাত্র দু’অক্ষর, এটিই হল দেশের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শো কোটির জনসংখ্যার দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। ট্রেনের উপর এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতার দিকে তাকিয়ে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। তবে যাত্রা পথে যাত্রীদের চোখে অনেক কিছুই পরে যেগুলি নিয়ে প্রতিনিয়ত শুরু হয় কৌতূহল।

Advertisements

এই সকল কৌতূহলের মধ্যে আবার রয়েছে রেল স্টেশনের নাম। অনেক রেলস্টেশনের নাম এত বড় এবং এত মজাদার হয়ে থাকে যা যাত্রী থেকে শুরু করে দেশের মানুষদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। তবে এরই মধ্যে দেশের সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম নিয়েও যাত্রীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। দেশের সবচেয়ে ছোট রেলস্টেশনটির নামমাত্র দু’অক্ষরের।

Advertisements

এই যে রেলস্টেশনটির কথা বলা হচ্ছে সেটির নাম কেবলমাত্র সবচেয়ে ছোট নামের রেল স্টেশন এমন নয়, এর পাশাপাশি এর নাম বিদঘুটেও। এমন সবচেয়ে ছোট নামের রেল স্টেশনটি হল ‘IB’, বাংলায় ইব। মাত্র দু’অক্ষরের এই রেলস্টেশন। এই রেলস্টেশনটি অবস্থিত ওড়িশা রাজ্যে। এই রেল স্টেশনের নামকরণ করা হয়েছে ইব নদীর নাম থেকে।

Advertisements

অনেকে এই রেলস্টেশনের নাম উচ্চারণ করার ক্ষেত্রে আইবি উচ্চারণ করে থাকেন। কিন্তু তা নয়। ইব নদীর নাম থেকে এই রেল স্টেশনের নামকরণ করা হয়েছে এবং এর নাম হলো ইব। দক্ষিণ পূর্ব রেলওয়ে বিলাসপুর ডিভিশনে পড়ে এই রেল স্টেশনটি। ইতিহাস বলছে, এই রেলস্টেশনের সূচনা হয় ১৮৯১ সালে।

হাওড়া নাগপুর মুম্বাই লাইনের টাটানগর বিলাসপুর সেকশনের এই রেলস্টেশনটি একসময় ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে আওতায়। পরবর্তীতে ১৯০০ সালে এখানে স্টেশন হিসাবে ট্রেনের স্টপেজ দেওয়া শুরু হয়। ইব নদীর উপর রেল সেতু বানানোর পাশাপাশি এই নদীর নাম হিসেবেই এই স্টেশনের নাম হয় ইব।

Advertisements