নিজস্ব প্রতিবেদন : ভারতের ১১টি ব্যাঙ্কে ৬ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএসের মাধ্যমে CRP Clerks -XI পদে এই সকল নিয়োগ করা হবে। যেসকল ব্যাঙ্কে নিয়োগ করা হবে সেগুলি হল ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।
তবে এই মুহূর্তে কোন ব্যাঙ্কে কত শূন্য পদ রয়েছে তা জানা যায়নি। অন্যদিকে যে সকল চাকরি প্রার্থীরা স্নাতক তারা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগস্ট মাসের এক তারিখের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা : চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক হতে হবে। কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা প্রয়োজন। সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা : ২০ বছর থেকে ২৮ বছর বয়সীরা এসকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স ধরা হবে ১লা জুলাই, ২০২১ নিরিখে।
আবেদন পদ্ধতি : যোগ্যপ্রার্থী না এই সকল শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের https://www.ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকেই আরও খুঁটিনাটি জেনে নিতে পারবেন এই সকল শূন্য পদের জন্য। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন করার শেষ তারিখ ২০২১ সালের ১লা আগস্ট।