Advertisements

World Cup Prize Money: ট্রফি জিতলেই হবে টাকার বর্ষা, আইসিসি জানালো বিশ্বকাপজয়ী দলের পুরস্কার মূল্য

Prosun Kanti Das

Published on:

ICC revealed World Cup Prize Money for for trophy winner: এখন শুধুই দিন গোনার অপেক্ষা কারণ সামনেই আসন্ন বিশ্বকাপ। কবে থেকে শুরু হচ্ছে জানেন? অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। যদিও ভারত প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেল্বে ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার সাথে। বিশ্বকাপ শুরু হবার আগেই শুক্রবার মানে ২২শে সেপ্টেম্বর আইসিসি ঘোষণা করলো পুরষ্কার মূল্য। এবারের বিশ্বকাপে ক্রিকেটাররা পাবেন লক্ষী লাভের বিরাট সুযোগ।

Advertisements

চলতি বছরের ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ফাইনাল ম্যাচ। সেই রাতে এবারের বিশ্বজয়ী দল পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার। এবারের বিশ্বকাপে ভারত (Team India), পাকিস্তান (Pakistan), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), শ্রীলঙ্কা (Sri Lanka), দক্ষিণ আফ্রিকা (South Africa), বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে অংশ নেবে নেদারল্যান্ডস (Netherlands)।

Advertisements

এবছরের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য হলো ১০ মিলিয়ন মার্কিন ডলার (World Cup Prize Money)। অবাক হবেন জেনে যে, ২০১৯ সালের বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে এবারের প্রাইজ মানির কোনও পার্থক্য রাখা হয়নি। যে দল বিশ্বকাপ জয় করবে তারা পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার এবং ফাইনালে রানার্স-আপ দলের ঝুলিতে আসবে ২০ লক্ষ মার্কিন ডলার। যে দল দুটি সেমিফাইনালে পরাজিত হবে তারা পাবে ৮ লক্ষ মার্কিন ডলার।

Advertisements

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রুপ পর্ব থেকে ৬টি দল যখন বিদায় নেবে তাদের প্রত্যেক দলকে দেওয়া হবে ১ লক্ষ মার্কিন ডলার। এছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলও পাবে পুরস্কার। প্রতিটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে (World Cup Prize Money)।

গ্রুপ পর্বের মোট ৪৫টি ম্যাচের বিজয়ী দল পাবে মোট ১৮ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য (World Cup Prize Money)। তবে ভারতীয় ক্রিকেতপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর বিশ্বকাপের খেলাগুলি সব হবে ভারতের ১০টি শহরে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার প্রথম চারটি দল শেষ চারের টিকিট পাবে। এখন দেখার বিষয় দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দল তৃতীয় বারের মত কাপ উঁচিয়ে ধরতে পারে কিনা।

Advertisements