সুখবর, FIXED DEPOSIT-এ সুদের হার বাড়াল ICICI ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতি ঠেকাতে দাওয়াই হিসাবে দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া repo rate বৃদ্ধি করার সিদ্ধান্ত নেই। তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী পরপর দু’মাস repo rate বৃদ্ধি করা হয়। repo rate বৃদ্ধি করা হয় ৯০ বেসিস পয়েন্ট। দু’দফায় এই বিপুল পরিমাণ repo rate বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাঙ্কিং ক্ষেত্রে বিপুল পরিবর্তন আসে। আগের তুলনায় বাড়তে থাকে সুদের পরিমাণ।

Advertisements

ঋণ হোক অথবা স্থায়ী আমানত সব ক্ষেত্রেই এই সুদের পরিমাণে পরিবর্তন করে দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি। সেই রকমই এবার তাই আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক। এই ICICI ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে পরিগণিত হয়ে থাকে। যে কারণে তাদের এই পরিবর্তন বিপুলসংখ্যক গ্রাহকের উপর প্রভাব ফেলবে।

Advertisements

৭ দিন থেকে ১০ বছর, ICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সময়সীমা মোটামুটিভাবে এই। এই সময়ের মধ্যে ICICI ব্যাঙ্ক সর্বনিম্ন ৩.১০% থেকে শুরু করে ৫.৭৫% হারে সুদ প্রদান করে থাকে। ১৮৫-২৭০ দিনের হিসাবে এই ব্যাঙ্ক ১৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে। ৫.২৫% সুদ বর্তমানে এই সময়সীমার জন্য পাবেন গ্রাহকেরা। ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য সুদের হার করা হয়েছে ৫.৩৫%।

Advertisements

৩৯০ দিন থেকে দেড় বছরের কম সময়ের জন্য সুদের হার করা হয়েছে ৫.৬০%। আগে এই সুদের পরিমাণ ছিল ৫.৪০%। দেড় বছর থেকে ১০ বছরের জন্য সুদের হার ৫.৭৫%।

২ কোটি টাকার বেশি এবং ৫ কোটি টাকার কম অ্যাকাউন্ট, এই দুটি ক্ষেত্রেই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সব ধরনের গ্রাহকরা উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements