ICICI Bank has issued this advisory to avoid fraud: আপনি কি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক? তাহলে আপনার জন্যই এই সতর্কতা। শুধুমাত্র আইসিআইসিআই ব্যাঙ্ক বলে নয় ব্যাংক জালিয়াতি বা আর্থিক জালিয়াতির খবর প্রায় প্রত্যেকটা ব্যাংকের সাথে জড়িত। প্রতিনিয়ত কেউ না কেউ এই জালিয়াতির শিকার হয়েই চলেছেন। বিভিন্ন ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এসএমএস এর মাধ্যমে কলের মাধ্যমে বা অন্য কোন প্রচার মাধ্যমের সাহায্য নিয়ে গ্রাহকদের কাছে সর্তকতা পৌঁছে দিচ্ছে ব্যাঙ্কগুলি। এমনই এক সতর্কতা জারি করল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Advisory)।
আইসিআইসিআই ব্যাংকের (ICICI Advisory) তরফ থেকে তার গ্রাহকদের জন্য জারি করা সতর্কতায় বলা হয়েছে যে, এক নতুন ধরনের প্রতারণার কবলে পড়ছে মানুষ। এক ধরনের এপিকে লিংক তার ফোনে পাঠানো হচ্ছে। এই লিংক গুলি আপনার ফোনের সমস্ত ডেটা কালেক্ট করতে শুরু করে। আপনার ফোনে আসা ওটিপি আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত তথ্য সবকিছুই পেয়ে যায় প্রতারক কারীরা। আর এর ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।
ব্যাংকের (ICICI Advisory) তরফ থেকে জানানো হয়েছে যে, কখনো কোন লিংকের মাধ্যমে কোন অ্যাপ ডাউনলোড করবেন না। কোন অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে তার রেটিং এবং রিভিউ চেক করে নিন। শুধুমাত্র ব্যাংক জালিয়াতির জন্য নয়, এই ধরনের লিংক এর মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কোন অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে দেখে নিন অ্যাপটি অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে কিনা। কারণ, একমাত্র এই প্ল্যাটফর্ম গুলি থেকে ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনগুলোই তুলনামূলকভাবে অনেক সুরক্ষিত। তবে আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক হন এবং আপনার ফোনে যদি আইসিআইসিআই ব্যাংক (ICICI Advisory) অ্যকাউন্টের ব্যক্তিগত অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে আপনি অনেক বেশি সুরক্ষিত আর্থিক জালিয়াতির দিক থেকে।
একটি ভারতীয় বহুজাতিক সংস্থা হল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Advisory)। এর প্রধান অফিস রয়েছে মুম্বাইতে। এই ব্যাংকের সাহায্যে আপনি সাধারণ ব্যাংকিং এর কাজ ছাড়াও লাইফ ইন্সুরেন্স, নন লাইফ ইন্সুরেন্স, অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল ইত্যাদি ক্ষেত্রে সুযোগ-সুবিধা পেতে পারেন। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক রিটেল গ্রাহকদের জন্য আর্থিক এবং ব্যাংকিং পরিষেবা প্রদান করে। কোনরকম ওটিপি শেয়ার করা, ভালো করে যাচাই না করে কোন লিংকে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে দেওয়া, যে কোন রকমের অ্যাপ ডাউনলোড করে ফেলা ইত্যাদি থেকে বিরত থাকুন নিজেকে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখার জন্য।